1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৪:০৯ অপরাহ্ন

সোনালী ব্যাংকে নতুন চেয়ারম্যান

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ ডিসেম্বর, ২০১২
  • ১১৬ Time View

হল-মার্ক কেলেঙ্কারি নিয়ে বহু আলোচনা-সমালোচনার মধ্যে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকে নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার।

নতুন নিয়োগ পাওয়া চেয়ারম্যান এ এইচ এম হাবিবুর রহমান বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেস বিভাগের ডিন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের এই অধ্যাপক ১৯৯৯ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত বাংলাদেশ শিল্প ঋণ সংস্থার চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।

অধ্যাপক হাবিবুরকে সরকারি মালিকানাধীন সবচেয়ে বড় বাণিজ্যিক ব্যাংকটিতে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়ে বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

১৯৩৯ সালের ৩০ অক্টোবর জন্ম নেয়া হাবিবুর রহমান ১৯৫৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বি কম (সম্মান) এবং ১৯৫৯ সালে এম কম ডিগ্রি নেন।

ইউনিভার্সিটি অব ডারহাম থেকে ১৯৬৯ সালে পিএইচডি ডিগ্রি নিয়ে ১৯৭০ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগ দেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক হাবিবুর পরপর তিনবার বাণিজ্য অনুষদের ডিন নির্বাচিত হয়েছিলেন। বর্তমানে তিনি ফিন্যান্স বিভাগেও সংখ্যাতিরিক্ত অধ্যাপক হিসাবে রয়েছেন।

হাবিবুর রহমান সাবেক চেয়ারম্যান কাজী বাহারুল ইসলামের স্থলাভিষিক্ত হলেন।

চেয়ারম্যানের আগে গত ২০ ডিসেম্বর সোনালী ব্যাংকে আটজনসহ তিন রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবং চার বিশেষায়িত ব্যাংকে মোট ৩১ জন পরিচালক নিয়োগ দেয় সরকার।

সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখায় হল-মার্ক কেলেঙ্কারির পর সাবেক চেয়ারম্যানসহ পরিচালনা পর্ষদের ভূমিকা নিয়ে সারা দেশে সমালোচনার ঝড় উঠে।

এরপর মাস দুয়েক আগে পর্ষদের মেয়াদ শেষ হয়ে গেলেও পুনরাদেশ না দেয়া পর্যন্ত বাহারুল ইসলামকে চেয়ারম্যানের দায়িত্ব পালন করতে বলা হয়েছিল।

হল-মার্ক কেলেঙ্কারির পর অভিযোগ ওঠে, সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যরাও এই অনিয়মে জড়িত।

এরপর দুর্নীতি দমন কমিশন পরিচালনা পর্ষদের কয়েকজন সদস্যকে জিজ্ঞাসাবাদও করে। তবে মামলায় পরিচালকদের কারো নাম আসেনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ