1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৩:১৮ অপরাহ্ন

তোপের মুখে নৌ-পরিবহনমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ ডিসেম্বর, ২০১২
  • ১১১ Time View

ইসলাম ও রাসূল (সা.) সম্পর্কে আপত্তিকর বক্তব্য দেয়ার অভিযোগে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তুমুল হট্টগোল হয়েছে। অনুষ্ঠানে তোপের মুখে প্রধান অতিথি নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান দ্রুত অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।  গতকাল সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ সংলগ্ন ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে আয়োজিত আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। প্রত্যদর্শী ও সংশ্লিষ্টরা জানান, বেসরকারি সংগঠন- আন্তর্জাতিক কোরআন রিসাইটেশন এসোসিয়েশনের (ইকরা) উদ্যোগে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন ও প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে বাংলাদেশ ছাড়াও মিশর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ইরান, ব্রুনাইসহ ৮টি দেশের প্রতিনিধিরা অংশ নেয়। বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে বাদ মাগরিব প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। ইসলামিক ফাউন্ডেশনের ডিজি সামীম মো. আফজালও এতে বিশেষ অতিথি ছিলেন। প্রধান অতিথির বক্তব্যের একপর্যায়ে মন্ত্রী শাজাহান খান বলেন, ‘ইসলাম পবিত্র ও শ্রেষ্ঠ ধর্ম। এই ধর্ম নিয়ে রাজনীতি করা উচিত না। রাসূল (সাঃ) ধর্ম নিয়ে রাজনীতি করেননি।’ এই বক্তব্য দেয়ার সঙ্গে সঙ্গেই উপস্থিত লোকজন প্রতিবাদ করেন। তারপরও মন্ত্রী তার বক্তব্য অব্যাহত রাখার একপর্যায়ে বিুব্ধ লোকজন হৈচৈ শুরু করেন।  অবস্থা বেগতিক দেখে মন্ত্রী দ্রুত স্থান ত্যাগ করেন। তার সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের ডিজি শামীম মো. আফজালও চলে যান। এ সময় বিুব্ধ এক দল লোক মন্ত্রীকে লক্ষ্য করে জুতা নিক্ষেপের চেষ্টা করে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।
এ ব্যাপারে ইসলামিক ফাউন্ডেশনের ডিজি সামীম মো. আফজাল বলেন, মন্ত্রীর বক্তব্য একটু লম্বা হওয়ায় লোকজন হৈচৈ করেছে। তবে তাকে কেউ লাঞ্ছিত বা অপমান করার সুযোগ পায়নি। ডিজি এটাকে জামায়াত-শিবিরের ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন। ওদিকে নৌমন্ত্রীর পিও মিমন বলেন, মন্ত্রীর বক্তব্যের সময় পেছন থেকে কিছু লোক হৈচৈ করে বাজে মন্তব্য করেছে। তবে কেউ জুতা বা কিছু নিক্ষেপ করেছে কিনা জানি না।  কারণ সেটা মন্ত্রী পর্যন্ত পৌঁছায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ