একনেকে মেট্রো রেলের অনুমোদন

একনেকে মেট্রো রেলের অনুমোদন

অবশেষে বহুল আলোচিত ও প্রত্যাশিত মেট্রো রেল প্রকল্প অনুমোদন পেয়েছে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) ২১ হাজার ৯৮৫ কোটি টাকার এই প্রকল্প আজ মঙ্গলবার অনুমোদন পেয়েছে। খবর ইউএনবির।
রাজধানীর আগারগাঁওয়ে এনইসির সম্মেলনকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পরে পরিকল্পনা কমিশনের সদস্য আব্দুল মান্নান বলেন, মেট্রো রেল প্রকল্প উত্তরা থেকে শুরু হয়ে পল্লবী, খামারবাড়ি, ফার্মগেট, সোনারগাঁও হোটেল, শাহবাগ, টিএসসি, জাতীয় প্রেসক্লাব হয়ে মতিঝিলের বাংলাদেশ ব্যাংক পর্যন্ত যাবে। মেট্রো রেল প্রকল্প বাস্তবায়িত হলে প্রতি ঘণ্টায় সর্বনিম্ন ১০ টাকা ও সর্বোচ্চ ৬০ টাকায় কমপক্ষে ৬০ হাজার মানুষ একসঙ্গে যাতায়াত করতে পারবেন বলে তিনি জানান। মেট্রো রেলের জন্য ১৬টি স্টেশন থাকবে। মেট্রো রেলে মাত্র ৩৭ মিনিটেই উত্তরা থেকে বাংলাদেশ ব্যাংক অথবা বাংলাদেশ ব্যাংক থেকে উত্তরা যাওয়া যাবে।

 

অন্যান্য অর্থ বাণিজ্য বাংলাদেশ শীর্ষ খবর