1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ১২:২৮ অপরাহ্ন

কঠোর অস্ত্র নিয়ন্ত্রণ আইন চায় যুক্তরাষ্ট্রবাসী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ ডিসেম্বর, ২০১২
  • ১০৬ Time View

একটি অভিজাত প্রাথমিক বিদ্যালয়ের ২০টি শিশুকে নির্বিচার গুলি চালিয়ে হত্যার ঘটনার পর কঠোর অস্ত্র আইনের প্রতি যুক্তরাষ্ট্রের নাগরিকদের সমর্থন উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে।

সোমবার বার্তা সংস্থা রয়টার্স ও জরিপ সংস্থা ইপসোস প্রকাশিত এক জরিপের ফলাফলে বিষয়টি প্রকাশ পেয়েছে।

গত শুক্রবার যুক্তরাষ্ট্রের কনেকটিকাট রাজ্যের নিউটাউনে স্যান্ডি হুক প্রাথমিক বিদ্যালয়ে এক বন্দুকধারীর গুলিবর্ষণে ৬ থেকে ৭ বছর বয়সী ২০ শিশু ও ছয়জন পূর্ণবয়স্ক ব্যক্তি নিহত হয়। এছাড়া বন্দুকধারী নিজের মাকেও হত্যা করে এবং নিজেও আত্মহত্যা করে।

আধুনিক তিনটি স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে ২৭ জন মানুষকে হত্যাকারী এই বন্দুকধারীর বয়স মাত্র ২০ বছর।

দেখা যায়, ওই ঘটনার পর জরিপে অংশ নেওয়া ৫০ শতাংশ মানুষ অস্ত্র আইন কঠোর করার পক্ষে মত দিয়েছেন। এর আগে ৪২ শতাংশ মানুষ অস্ত্র আইন কঠোর করার পক্ষে মত দিয়েছিলেন।

ওই শিশুদের হত্যার পর অস্ত্র ক্রেতাদের পূর্ব ইতিহাস খতিয়ে দেখার ও স্বয়ংক্রিয় অস্ত্র বিক্রি সীমিত করার প্রতিও জনসমর্থন বৃদ্ধি পেয়েছে।

শিশুদের হত্যাকাণ্ডের আগে ১১ থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত ১ হাজার ৩৯৫ জন মানুষ জরিপে অংশগ্রহণ করেছিল। হত্যাকাণ্ডের পর ১৪ থেকে ১৭ ডিসেম্বরের মধ্যে আরো ১ হাজার ১৯৮ জন জরিপে অংশগ্রহণ করে।

শিশুদের এই নির্বিচার হত্যাকাণ্ড প্রেসিডেন্ট বারাক ওবামা ও কংগ্রেসের কয়েকজন নেতাকে সম্প্রতি চাপা পড়ে যাওয়া অস্ত্র নিয়ন্ত্রণ আইন নিয়ে আবার ভাবতে বাধ্য করেছে।

সিনেটে সংখ্যাগরিষ্ঠ ডেমক্রেটদের নেতা হ্যারি রেইড অস্ত্র নিয়ন্ত্রণ আইন নিয়ে তেমন একটা উৎসাহী ছিলেন না। ওই ঘটনার পর প্রেসিডেন্ট বারাক ওবামার পাশাপাশি তিনিও বলেছেন, এই ধরনের দুঃখজনক ঘটনা থামানোর জন্য আরো বেশি কিছু করা দরকার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ