1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০৬:২৫ পূর্বাহ্ন

প্রেসিডেন্টের ভাষণের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ ডিসেম্বর, ২০১২
  • ১০৩ Time View

আগামী বছরের প্রথম অধিবেশনের প্রেসিডেন্টের ভাষণের খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা। গতকাল সচিবালয়ে মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয়, তথ্য সংযোজন ও পরিমার্জন করে পরিশীলিত আকারে প্রধানমন্ত্রীর মাধ্যমে প্রেসিডেন্টের কাছে ভাষণের খসড়াটি পাঠানো হবে। জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত তথ্য সংযোজন করা যাবে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ  হোসাইন ভুইঞা এ বিষয়ে সাংবাদিকদের জানান বলেন, নতুন বছরের শুরুতে সংসদের প্রথম অধিবেশনে প্রেসিডেন্ট তার ভাষণ দেবেন। রীতি অনুযায়ী সরকারের চার বছরের কর্মকাণ্ড এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তৈরি করা প্রেসিডেন্টের ভাষণের খসড়া মন্ত্রিসভার অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়। এর আগে ৩রা ডিসেম্বর খসড়াটি মন্ত্রিসভায় উপস্থাপন করা হয়। ওই সময় মন্ত্রিসভা কিছু পর্যবেক্ষণসহ খসড়াটি সংশোধনের পরামর্শ দেয়। সংশোধিত খসড়াটি মন্ত্রিসভার অনুমোদন পায়। তবে সর্বশেষ হালনাগাদ তথ্যের জন্য জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত সময় দেয়া হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব জানান, খসড়াটি চূড়ান্ত হওয়ার পর প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করা হবে। প্রধানমন্ত্রী ভাষণের খসড়াটি প্রেসিডেন্টের কাছে হস্তান্তর করবেন। তবে এতে প্রেসিডেন্ট ইচ্ছামতো কিছু তথ্যও সংযোজন ও বিয়োজনের সুযোগ থাকবে। এছাড়া মন্ত্রিসভার বৈঠকে গত ১৮ থেকে ২০শে জুলাই লন্ডনে অনুষ্ঠিত “বাংলাদেশ টুরিজম এক্সপোতে বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রীর অংশগ্রহণ এবং ১৮ ও ১৯শে সেপ্টেম্বর ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত এসেম কালচারাল মিনিস্টার্স” মিটিংয়ে সংস্কৃতিমন্ত্রীর অংশগ্রহণ সম্পর্কে মন্ত্রিসভাকে অবহিত করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ