1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ১০:৩২ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রে শোকের ছায়া, কাঁদলেন ওবামা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ ডিসেম্বর, ২০১২
  • ১৬০ Time View

কানেটিকাট রাজ্যের একটি স্কুলে বন্দুকধারীর গুলিতে ২০ শিশুসহ ২৬ জনের মৃত্যুতে যুক্তরাষ্ট্রজুড়ে শোক নেমে এসেছে। এ ঘটনায় চোখের পানি আটকাতে পারেননি প্রেসিডেন্ট বারাক ওবামাও।

শুক্রবার সকালে কানেটিকাটের নিউ টাউন স্যান্ডি হুক এলিমেন্টারি স্কুলেঢুকে নির্বিচারে গুলি চালায় অ্যাডাম লানজা নামের ২০ বছরের এক তরুণ। এতে পাঁচ থেকে ১০ বছর বয়সী ২০ শিশুসহ ২৬ জন নিহত হয়। সেখান থেকে গুলি চালানো ব্যক্তির লাশও উদ্ধারহয়। এছাড়া ওই শহরের আরেকটি জায়গা থেকে এক জনের লাশ উদ্ধার হয় যিনি ওই হামলাকারীর মা বলে পুলিশ জানিয়েছে।

২০০৭ সালে ভার্জিনিয়ায় বন্দুকধারীর গুলিতে ৩২ জনের প্রাণহানির পর এতবড় ঘটনা যুক্তরাষ্ট্রে আর ঘটেনি।

নিহতদের স্মরণে রাতেনিউ টাউনের সেইন্ট রোজ অফ লিমা ক্যাথোলিক চার্চে সমবেত হয় স্থানীয়রা। মোমবাতি জ্বালিয়ে প্রিয়জনকে স্মরণ করে স্বজনহারানো পরিবারের সদস্যরা। এ সময় ওই গির্জায় দেখা যায় উপড়ে পড়া ভিড়।

এই ঘটনারকয়েক ঘণ্টার মাথায় হোয়াইট হাউসে জাতির উদ্দেশে দেয়া ভাষণে প্রেসিডেন্ট ওবামা বলেন, “আমাদের হৃদয় ভেঙে গেছে। এই শিশুদের বাবা-মা, বোন, স্বজন, সবার জন্য আমাদের মন আজ ব্যথিত।”

“এই ঘটনায় সান্ত্বনা জানানোর ভাষা আমার নেই।”

“আমি জানি আমেরিকায় এমন কোনো বাবা-মা নেই যারা আমার মতো কষ্ট পাননি,” কান্নাজড়িত কণ্ঠে বলেন দুই সন্তানের জনক ওবামা।

তিনি বলেন, “এ ধরনের অনেক ঘটনার মধ্য দিয়ে আমাদের যেতে হয়েছে। এটা নিউ টাউনের একটি প্রাথমিক বিদ্যালয় হোক বা অরেগনের একটি বিপণীবিতান হোক বা কলোরাডোর প্রেক্ষাগৃহ অথবা শিকাগোর রাস্তার পাশে হোক না কেন এগুলো আমাদেরই এবং ওই শিশুরা আমাদেরই শিশু।”

এ সময় বাষ্পরূদ্ধ কণ্ঠে ওবামা বলেন, “আজ যারা নিহত হয়েছেন তাদের অধিকাংশই শিশু। তাদের বয়স পাঁচ থেকে ১০ বছরের মধ্যে। তাদের সামনে পুরো জীবন পড়ে ছিল।”

“তাই যারা প্রিয়জনকে হারিয়েছেন এবং যাদের সন্তান জীবনে বেঁচে গেছে কিন্তু সারল্য হারিয়েছে তাদের জন্য আজ আমাদের হৃদয় ভেঙে গেছে। এমন কোনো ভাষা নেই যা তাদের কষ্ট কমাবে।”

এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে পদক্ষেপ নেয়া হবে জানিয়ে প্রেসিডেন্ট ওবামা বলেন, “এ ধরনের হৃদয়বিদারক ঘটনা রোধে আমরা কার্যকর পদক্ষেপ নিতে যাচ্ছি “

রাজনৈতিক মতবিরোধকে পাশ কাটিয়ে এ ধরনের হত্যাকাণ্ড রোধে পদক্ষেপ নেয়া হবে বলেও জানান তিনি।

গির্জায় মানুষের উপচে পড়া ভিড় সম্পর্কে শনিবার নিউ টাউনের ওই গির্জার যাজক রাবর্ট ওয়েইস বলেন, “মানুষ যাতে শুধু শুনতে পায় এবং এই প্রার্থনার অংশ হিসেবে নিজেদের ভাবতে পারে সেজন্য আমরা গির্জার জানালাগুলো খুলে দিয়েছিলাম।”

এ ধরনের ঘটনা সবাইকে শোকার্ত ও একত্রিত করে বলে মন্তব্য করেন তিনি।

এই হত্যাকাণ্ডে হতবাক নিউ টাউনবাসী। কেন এ হত্যাকাণ্ড-তার উত্তর খুঁজছে সবাই।

শুক্রবার সকালে ওই বিদ্যালয়ের দুটি কক্ষে গুলি চালিয়ে শিশুদের হত্যা করা হয় বলে পুলিশ জানায়। প্রত্যক্ষদর্শীরা জানান, তারা প্রায় একশ’ রাউন্ড গুলির শব্দ শুনেছেন।

হামলাকারী আড্যাম লানজার সাবেক সহপাঠীরা জানান, সেখুবশান্ত স্বভাবের ছিল। পোশাকে ছিল অন্যদের চেয়ে পরিপাটি। প্রায়ই খাকি প্যান্ট ও বোতাম লাগিয়ে শার্ট পরতো সে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ