1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৬ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রে বন্ধুকধারীর গুলিতে ২০ শিশুসহ নিহত ২৭

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ ডিসেম্বর, ২০১২
  • ১১৬ Time View

যুক্তরাষ্টের কানেকটিকাটের নিউটাউনে স্যান্ডি হুক প্রাথমিক স্কুলে এক বন্ধুকধারীর গুলিতে ২০ শিশুসহ অন্তত ২৭ জন নিহত হয়েছে। এদের মধ্যে হামলাকারী ও তার মা রয়েছে বলে জানা গেছে।

শুক্রবার বিকেলে বন্দুকসহ বুরেটপ্রুফ জেকেট পরে প্রায় একশ রাউন্ড গুলি ছোড়ে ওই বন্দুকধারী। এতে ওই ২৭ জন গুলিবিদ্ধ হয়ে মারা যান।

প্রত্যক্ষদর্শী এক অভিবাবক জানান, বন্দুকধারীর গুলিতে ওই স্কুলের অধ্যক্ষ ও মনোচিকিৎসক মারা গেছেন।

ওই অঙ্গরাজ্যের পুলিশের মুখপাত্র লে. পল বেন্স স্থানীয় সময় শুক্রবার বিকেলে জানান, এ পর্যন্ত ২০ প্রাথমিক স্কুলের ছাত্র-ছাত্রীসহ ২৭ জনের মৃত্যুর খবর তারা পেয়েছে। বাকি ৬ জন প্রাপ্ত বয়স্ক লোক ও একজন হামলাকারী নিজে। এর মধ্যে ওই স্কুলের কয়েকজন কর্মকর্তাও রয়েছে। এছাড়া একজন শিক্ষক গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন।

আইন প্রয়োগকারী সংস্থা সিবিএস নিউজকে জানান, ২০ বছর বয়সী ওই হামলাকারীর নাম রায়ান লানজা। তিনি এডাম লানজার বড় ভাই। তার মা ওই স্কুলের শিক্ষকতা করতেন।

বেন্স আরও জানান, হামলাকারীর মৃতদেহ স্কুলের ভেতরে পাওয়া গেছে। তবে তিনি কিভাবে মারা গেলেন তা জানাতে পারেনি।

পুলিশ সূত্রে জানা যায়, লানজার মা ওই স্কুলে কাজ করতো এবং মারা যাওয়াদের মধ্যে একজন। মূলত লানজার লক্ষ্য ছিল তার মা এবং ওই ক্লাসরুম।

লে. পল বেন্স জানান, গুলিবিদ্ধ হয়ে ১৮ শিশু ঘটনাস্থলেই মারা যায় এবং দুজনকে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। নিহতদের শরীরে আলাদা কোনো আঘাতের চিহৃ পাওয়া যায়নি।

সিবিএস নিউজে বলা হয়, পুলিশ ঘটনাস্থল থেকে ৩টি বন্দুক উদ্ধার করেছে। এর মধ্যে একটি ২২৩ পিস্তল, একটি গ্লোক ও একটি সিগ সয়ার পিস্তল রয়েছে। এছাড়া তার গাড়িতে একটি রাইফেল পাওয়া গেছে।

এটি কানেকটিকাটের এলিমেন্টরি স্কুলের ইহিহাসে সবচেয়ে বড় ধরনের মৃত্যুর ঘটনা এবং দেশটির ইতিহাসে দ্বিতীয় স্কুল হত্যাকাণ্ড। এরআগে ২০০৭ সালে শুধুমাত্র ভার্জিনিয়া টেক এ ৩৩ জনকে গণহত্যা করা হয়েছিল। তারও আগে ১৯৯৯ সালে কলম্বিয়ান হাই স্কুলে বন্দুকধারীদের গুলিতে শিক্ষকসহ ১২ জন ছাত্র-ছাত্রী নিহত হয়েছিলো।

কানেকটিকাটের গভর্ণর ড্যানীয়েল মেলয়সহ প্রেসিডেন্ট বারাক ওবামা এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ