আঠারো দলীয় জোটের দেশব্যাপী হরতালে বৃহস্পতিবার সকাল সোয়া ছ’টা থেকে সাড়ে ছ’টার মধ্যে বিজয়নগরে হোটেল একাত্তরের কাছে ৪টি ও নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের পাশে হোটেল ভিক্টরির কাছে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। নয়াপল্টনে সকাল সাতটা নাগাদ ফেটেছে দ্বিতীয় ককটেল।
সিএনজি অটেরিকশায় (ঢাকা-মেট্রো থ- ১২-৯২৫৮) আগুন দেওয়া হয়েছে সংসদ ভবনের পূর্ব পাশের গেটের সামনে।
মাতুয়াইলে রাস্তায় টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে পিকেটিং করছে আঠারো দলীয় জোটের নেতাকর্মীরা।
এ সময় পিকেটাররা একটি বাস ভাঙচুর করতে গেলে বাসটির এক নারী আরোহী লাফ দিয়ে অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে যান। পুলিশ তাকে নিয়ে হাসপাতালে রওয়ানা হয়।
এছাড়া সকাল পৌনে সাতটা পর্যন্ত আর কোথাও কোন বিস্ফোরণ বা ভাঙচুরের খবর পাওয়া যায়নি।
ফার্মগেট এলাকায় পুলিশের সতর্ক টহল দেখা গেলেও কোন পিকেটার দেখা যায়নি।
রামপুরা-গুলিস্তান রোডে অন্যান্য দিন এ সময় সুপ্রভাতসহ আরো কিছু গাড়ির পর্যাপ্ত চলাচল থাকলেও বৃহস্পতিবার বন্ধু সার্ভিসের মতো দু’একটি হিউম্যান হলার চলাচল করতে দেখা গেছে। কড়া অবস্থানে আছে পুলিশ।