1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১২:২৬ অপরাহ্ন

সমঝোতার জন্য ১৯০ কোটি ডলার গুণছে এইচএসবিসি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ ডিসেম্বর, ২০১২
  • ১০০ Time View

অর্থ পাচারের অভিযোগ নিষ্পত্তির জন্য যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষকে সমঝোতার শর্ত হিসেবে ১৯০ কোটি ডলার দেবে এইচএসবিসি ব্যাংক। এ ধরনের সমঝোতার ক্ষেত্রে এটিই এ পর্যন্ত দেয়া সর্বোচ্চ পরিমাণ অর্থ।

যুক্তরাষ্ট্রের সঙ্গে এইচএসবিসির এই সমঝোতা চুক্তির বিষয়টি মঙ্গলবার সকালে ঘোষিত হতে পারে বলে ওয়াল স্ট্রিট জার্নালের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি অনলাইন।

যুক্তরাজ্যভিত্তিক এইচএসবিসি ব্যাংকের বিরুদ্ধে সংঘবদ্ধ মাদক পাচারকারী গোষ্ঠীগুলোর আন্তঃরাষ্ট্রীয় অর্থ পাচারে সাহায্য করার অভিযোগ ওঠে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞা থাকলেও তা উপেক্ষা করে ব্যাংকটি।

চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্র সিনেটের এক তদন্তে এইচএসবিসি অর্থ পাচার নিয়ন্ত্রণে নিজেদের তদারকি ব্যবস্থার দুর্বলতা স্বীকার করে।

গত মাসে এক ঘোষণায় ব্যাংকটি জানায়, এ বিষয়ে কোনো সমঝোতা অথবা জরিমানা দেওয়ার প্রস্তুতি হিসেবে তারা ১৫০ কোটি ডলার আলাদা করে রেখেছে।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আইন ভাঙার দায়ে যুক্তরাজ্যভিত্তিক অপর ব্যাংকিং প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের বিরুদ্ধেও সমঝোতার জন্য আর্থিক দণ্ডের পরিমাণও ঘোষিত হতে পারে। তবে স্ট্যান্ডার্ড চাটার্ডকে তুলনায় অনেক কম অর্থ গুণতে হচ্ছে। তাদের আর্থিক দণ্ডের পরিমাণ ৩০ কোটি ডলার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ