1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৭ অপরাহ্ন

১২ ডিসেম্বর বাটেক্সপো মেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ ডিসেম্বর, ২০১২
  • ১০০ Time View

আগামী ১২ ডিসেম্বর শুরু হচ্ছে দেশে তৈরি পোশাকশিল্পের সবচেয়ে বড় প্রদর্শনী বাংলাদেশ অ্যাপারেল অ্যান্ড টেক্সটাইল এক্সপোজিশন (বাটেক্সপো) ২০১২।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিনদিনব্যাপী এ মেলার উদ্বোধনী অনুষ্ঠ‍ানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বস্ত্রমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী এবং বাণিজ্যমন্ত্রী জি এম কাদের।

শনিবার দুপুরে বাংলাদেশ গার্মেন্টস মেনুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোটার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) ভবনে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। বিজিএমইএ প্রতিবছর এই মেলার আয়োজন করে।

১৩ ডিসেম্বর মেলার দ্বিতীয় দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া। বিশেষ অতিথি থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি নেতারা।

এবারের মেলায় স্টল থাকবে ১৩৮ টি। মেলার চিফ কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করবেন সৈয়দ ফাইজুল আহসান শামীম।

সংবাদ সম্মেলনে বিজিএমইএ সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, “বাটেক্সপোর মাধ্যমে বিগত বছরগুলোতে পোশাক খাতের রপ্তানি বেড়েছে অনেক। আশা করছি বাজারে মন্দা ও নানা সমস্যা সত্বেও এবারের মেলায় ব্যাপক সাড়া পাব।”

তিনি বলেন, “ বিগত বছরগুলোতে মেলার শেষ দিন ‘বাটেক্সপো নাইট’ অনুষ্ঠিত হলেও, তাজরীনে সংঘটিত দুঃখজনক ঘটনার কারণে এবার আর আয়োজিত হবে না। মেলা উপলক্ষ্যে এবার ৯, ১৫ ও ২৩ ডিসেম্বর তিনটি সেমিনার অনুষ্ঠিত হবে।”

তিনি আশা প্রকাশ করে বলেন, বাটেক্সপো উপলক্ষ্যে বিদেশি ক্রেতারা তাৎক্ষণিক অর্ডার  দিতে পারবেন। বিদেশিরা মেলায় এসে যেন ইতিবাচক ধারণা পান, সে ব্যাপারে তিনি মিডিয়ার সহযোগিতা কামনা করেছেন।

প্রসঙ্গত, শীত মৌসুম, বড়দিন, ইংরেজি নববর্ষ প্রভৃতি উৎসবকে সামনে রেখে এই মুহূর্তে গার্মেন্টসগুলোতে অর্ডার রয়েছে অসংখ্য।বলা যেতে পারে পোশাক রপ্তানির এখন ভরা মৌসুম।

তবে সম্প্রতি আশুলিয়ার তাজরীন গার্মেন্টস কারখানায় অগ্নিকাণ্ডের পর তৈরি পোশাক খাতে দেখা দিয়েছে চরম অস্থিরতা। এই অস্থিরতা নিরসনে সরকার ও গার্মেন্টস মালিকরা জোর চেষ্টা চালাচ্ছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ