1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
তারেক রহমান উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন আজ আবারও রাজনীতি করতে গিয়ে খুন হতে হবে কল্পনা করিনি : হাসনাত আবদুল্লাহ কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি বাড়াল আদানি জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিজয় হবে : সালাহউদ্দিন আহমদ প্রতিভাবান দ্রোকে দলে ভেড়াল পিএসজি ; বার্সা সভাপতির ক্ষোভ নির্বাচনে কোনো পক্ষ নেবে না যুক্তরাষ্ট্র সরকার : মার্কিন রাষ্ট্রদূত নির্বাচনের সার্বক্ষণিক খোঁজ-খবর রাখবে যুক্তরাষ্ট্র : ইসি সচিব ভোটের দিন নৌযান চলাচলে ইসির নিষেধাজ্ঞা: জরুরি সেবা ও দূরপাল্লা আওতামুক্ত পোস্টাল ভোট : ৪ লাখ ৩২ হাজার প্রবাসী ভোটদান সম্পন্ন করেছেন অর্থনীতি ঘুরে দাঁড়ালেও সামনে বড় চ্যালেঞ্জ রয়ে গেছে : পরিকল্পনা উপদেষ্টা

রাজধানীতে ট্রাকের ধাক্কায় কলেজ শিক্ষার্থী ২ বন্ধু নিহত

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬
  • ২১ Time View

রাজধানীর যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। তারা হলেন- কলেজশিক্ষার্থী খাইরুল হোসেন কামরুল (২১) ও তার বন্ধু মো. ইয়াসিন (২৫)।

শনিবার (২৪ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে যাত্রাবাড়ীর শনির আখড়া ওভার ব্রিজের নিচে ঘটনাটি ঘটে। পরে আহত অবস্থায় পথচারীরা তাদের দু’জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভগে নিয়ে এলে চিকিৎসক রাত ১১টার দিকে খাইরুলকে মৃত ঘোষণা। আর চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে মারা যান ইয়াসিন।

পথচারী মো. মাহাদী ইসলাম বলেন, ‘রাতে শনির আখড়া ওভারব্রিজের নিচে জটলা দেখতে পাই। কাছে গিয়ে দেখি দু’জন আহত অবস্থায় পড়ে আছেন। পরে তাদের দু’জনকে সিএনজি যোগে হাসপাতালে নিয়ে এলে একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আরেকজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। ট্রাকটি যাত্রাবাড়ী থানা পুলিশের হেফাজতে আছে।’

খাইরুলের ভগ্নিপতি মো. মোহসীন জানান, খাইরুলের বাড়ি কিশোরগঞ্জ সদর উপজেলার মাহিনন্দা মাঝপাড়া গ্রামে। বাবার নাম মো. হারুন। বর্তমানে পূর্ব ভাষানটেক দীন মোহাম্মদ কলোনিতে পরিবারের সঙ্গে থাকতো। তিনি ভাষানটেক সরকারি কলেজের একাদশ দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল।

তিনি আরও জানান, সকালে খাইরুল ও তার বন্ধু ইয়াসিন মোটরসাইকেল যোগে লক্ষ্মীপুর গিয়েছিল বিয়ের দাওয়াত খেতে। মোটরসাইকেলটি ছিল ইয়াসিনের। সেখান থেকে ঢাকার বাসায় ফেরার পথে যাত্রাবাড়ী এলাকায় দুর্ঘটনার শিকার হয়।

ইয়াসিনের বাড়ি লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার চরবংশী গ্রামে। বাবার নাম মো. ফয়েজ উদ্দিন। বর্তমানে তিনিও ভাষানটেক এলাকায় থাকতেন। তার মোটরসাইকেলের ব্যবসা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক। তিনি জানান, মরদেহ দুটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি যাত্রাবাড়ী থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ