1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন

রাফিনিয়ার নৈপুণ্যে সুপার কাপ জিতল বার্সেলোনা

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬
  • ১০ Time View

রাফিনিয়ার জোড়া গোলে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ৩-২ ব্যবধানে হারিয়ে শিরোপা জিতেছে বার্সেলোনা। সৌদি আরবের জেদ্দায় রোববার রাতে অনুষ্ঠিত রুদ্ধশ্বাস এই ক্লাসিকো ফাইনালে শেষ হাসি হাসে কাতালানরা।

ম্যাচের ৭৩তম মিনিটে জয়সূচক গোলটি করেন ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়া। শট নেওয়ার সময় পা হড়কে গেলেও বলটি রিয়াল ডিফেন্ডারের গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে ঢুকে পড়ে।
এতে অসহায় হয়ে পড়েন রিয়াল গোলরক্ষক থিবু কোর্তোয়া।

ফাইনালের প্রথমার্ধের শেষ সময় ছিল নাটকীয়তায় ভরপুর। যোগ করা সময়ে তিন মিনিটের ব্যবধানে তিনটি গোল হয়। ৩৬তম মিনিটে রাফিনহার একক আক্রমণে বার্সেলোনা এগিয়ে গেলেও যোগ করা সময়ে দুর্দান্ত ব্যক্তিগত প্রচেষ্টায় সমতা ফেরান ভিনিসিয়ুস জুনিয়র।
এরপর রবার্ট লেভানদোস্কি বার্সেলোনাকে আবার এগিয়ে নিলেও প্রথমার্ধের শেষ মুহূর্তে গোল করে ম্যাচ ২-২ করেন গঞ্জালো গার্সিয়া।

দ্বিতীয়ার্ধে দুই দলই একাধিক সুযোগ তৈরি করে। শেষ পর্যন্ত রাফিনিয়ার দ্বিতীয় গোলই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। ম্যাচ শেষে আবেগাপ্লুত রাফিনহা বলেন, ‘আমরা সবটুকু দিয়েছি।
এমন একটি জয়ের খুব প্রয়োজন ছিল আমাদের।’

এই জয়ের মাধ্যমে ১৬তমবারের মতো স্প্যানিশ সুপার কাপ জিতল বার্সেলোনা, যা এই প্রতিযোগিতার ইতিহাসে সর্বোচ্চ। শিরোপা সংখ্যায় দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের সংগ্রহ ১৩টি।

চোট কাটিয়ে ম্যাচের শেষ দিকে নামেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। তবে বদলি হিসেবে নেমেও তিনি দলকে সমতায় ফেরাতে পারেননি।

ম্যাচ শেষে রিয়াল কোচ জাবি আলোনসো বলেন, ‘এটা শুধু একটি ম্যাচ। আমাদের দ্রুত সামনে তাকাতে হবে এবং মনোবল ফিরে পেতে হবে।’

সেমিফাইনালে বার্সেলোনা ৫-০ গোলে অ্যাথলেটিক বিলবাওকে হারিয়ে ফাইনালে ওঠে। অন্যদিকে রিয়াল ২-১ ব্যবধানে জয় পায় অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে।

এই শিরোপা জয়ের মাধ্যমে লা লিগা চ্যাম্পিয়ন হিসেবে আট মৌসুম পর আবারও সুপার কাপ জয়ের স্বাদ পেল বার্সেলোনা। বর্তমানে লিগেও চার পয়েন্ট ব্যবধানে রিয়াল মাদ্রিদের চেয়ে এগিয়ে শীর্ষে রয়েছে কাতালান ক্লাবটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ