1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন

রাজশাহী ও নাগেশ্বরীতে প্রশ্ন ফাঁস চক্রের আটক ১৭

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬
  • ১৩ Time View

কুড়িগ্রামের নাগেশ্বরীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসাধু উপায়ে উত্তর সরবরাহের প্রস্তুতিকালে বিশেষ প্রযুক্তিসম্পন্ন ডিভাইসসহ একজন প্রক্সি পরীক্ষার্থীসহ ১১ জনকে আটক করেছে পুলিশ। এছাড়া প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত একটি সিন্ডিকেটের ছয় সদস্যকে আটক করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।

শুক্রবার দুপুরে নাগেশ্বরী উপজেলার শহরের একটি পরীক্ষা কেন্দ্রের পাশের একটি বাসা থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে মিনারুল ইসলাম নামের একজন রয়েছেন। তিনি নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক। আসন্ন বামনডাঙ্গা ইউপি নির্বাচনে তিনি বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী বলেও জানা গেছে।

আটক অন্যরা হলেন- রামখানা ইউনিয়নের নাখারগঞ্জ গ্রামের আব্দুল লতিফ, খামার নকুলা গ্রামের শাহজামাল, কাজীপাড়া গ্রামের বাবু ইসলাম, বাগডাঙ্গা গ্রামের জান্নাতুন নাইম, ফুলবাড়ী উপজেলার বোয়ালভির গ্রামের আরিফুজ্জামান সিদ্দিকি, মাদারীপুর জেলার শিবচর থানার বাঁশখালী গ্রামের হিমেল মাহমুদ, রাজৈর থানার টেকরহাট গ্রামের চামেলী আক্তার, আরাজিকোমরপুর গ্রামের বেলাল হোসেন এবং চরদামাল গ্রামের আনেয়ার হোসেন।

ওসি আব্দুল্লা হিল জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রথমে পরীক্ষা কেন্দ্রের পাশের একটি বাসা থেকে ছয়জনকে আটক করা হয়। পরে আরও পাঁচজনকে আটক করা হলে মোট ১১ জনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়। তাদের কাছ থেকে ডিজিটাল ডিভাইস, পরীক্ষার প্রশ্নপত্র ও উত্তরপত্রের কপি উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে একজন প্রক্সি পরীক্ষার্থীও রয়েছেন।

এদিকে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত একটি সিন্ডিকেটের ছয় সদস্যকে আটক করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে নগরীর মালোপাড়া কমিউনিটি ব্যাংকের এটিএম বুথ ও উপশহর সৃষ্টি স্কুলের সামনে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- নওগাঁর নিয়ামতপুরের মো. আল মামুন, রাজশাহীর মোহনপুরের মাহবুব আলম, নওগাঁর আনজুয়ারা খাতুন, নওগাঁ সদর উপজেলার জুলফিকার আলী, আত্রাই উপজেলার মো. নয়ন আলী ও মান্দা উপজেলার রায়হান কবির।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম শাখার উপকমিশনার গাজীউর রহমান জানান, গ্রেফতারকৃতদের কাছ থেকে পরীক্ষার্থীদের স্বাক্ষরযুক্ত ফাঁকা স্ট্যাম্প, ব্যাংকের ফাঁকা চেক, প্রবেশপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও সাতটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ