বাংলাদেশ ব্যাংক আজ ১৪টি বাণিজ্যিক ব্যাংক থেকে একাধিক নিলাম পদ্ধতির মাধ্যমে ২২৩ দশমিক ৫০ মিলিয়ন ডলার ক্রয় করেছে।
ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন রোধ এবং রেমিট্যান্স ও রপ্তানি খাতে গতি সঞ্চার করতে কেন্দ্রীয় ব্যাংকের চলমান কৌশলের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, আজ প্রতি ডলার ১২২ টাকা ৩০ পয়সা দরে কেনা হয়েছে। এ নিয়ে চলতি জানুয়ারি মাসে মোট ৪১১ মিলিয়ন ডলার কেনা হয়েছে এবং ২০২৫-২৬ অর্থবছরে মোট ৩ হাজার ৫৪৬ দশমিক ৫০ মিলিয়ন ডলার কেনা হয়েছে।