1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ০৩:৪২ অপরাহ্ন

অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে তারেক রহমানকে স্বাগত : সারজিস

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ৬ Time View

অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। আজ বৃহস্পতিবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তাকে স্বাগত জানিয়ে ঐক্যবদ্ধভাবে একসঙ্গে কাজ করার অভিপ্রায় জানান তিনি।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রায় দেড় যুগ পর বাংলাদেশে ফিরছেন। স্বৈরাচারের পতন, পরিবর্তিত পরিস্থিতি, নানা উত্থান-পতন, রাজনৈতিক ক্রমধারার এক গুরুত্বপূর্ণ সময়ে, গুরুত্বপূর্ণ চরিত্রে তিনি আজ বাংলাদেশে আসছেন।
আমরা ২৪ এর অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে তাকে স্বাগত জানাই।’

সারজিস লেখেন, ‘পূর্ব অভিজ্ঞতা এবং বর্তমান বাস্তবতাকে সামনে রেখে বাংলাদেশের গণতান্ত্রিক লড়াই, আধিপত্যবাদবিরোধী লড়াই থেকে শুরু করে আগামীর কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার পথে বাংলাদেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করে যাব, এটাই প্রত্যাশা। স্বাগতম।’

এদিকে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-২০২ ফ্লাইটটি সিলেট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে।
কিছুক্ষণের মধ্যেই তিনি ঢাকায় অবতরণ করবেন। তার আসার খবরে বিমানবন্দর এলাকার আশপাশে প্রচুর উৎসুক জনতা ভিড় জমাতে দেখা গেছে। যদিও বিমানবন্দর সড়ক থেকে ওসমানী বিমানবন্দরের যে প্রবেশমুখ সেখানে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী কঠোর অবস্থানের কারণে কেউ ভেতরে প্রবেশ করতে পারেনি।

সরেজমিন দেখা গেছে, বিমানবন্দরের প্রধান সড়ক থেকে ওসমানী বিমানবন্দরমুখি সড়কটিতে সেনাবাহিনী, র‌্যাব, পুলিশের ব্যাপক উপস্থিতি ছিল।
বিমানবন্দর এলাকার সবগুলো ভিউপয়েন্ট, বাসাবাড়ির ছাদে তাদের সতর্ক অবস্থান দেখা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ