মঙ্গলবার তোলা হবে ইয়াসির আরাফাতের লাশ

মঙ্গলবার তোলা হবে ইয়াসির আরাফাতের লাশ

ফিলিস্তিনের প্রয়াত নেতা ইয়াসির আরাফাতের লাশ আগামি মঙ্গলবার কবর থেকে তোলা হবে। তাকে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছিল কি না তা খতিয়ে দেখতে তার মৃতদেহ ওঠানো হবে বলে জানিয়েছেন দেশটির সাবেক গোয়েন্দা প্রধান তৌফিক তিরায়ি।

শনিবারে তিনি বলেন, সমাধি থেকে আরাফাতের মৃতদেহ তোলার পর ফ্রান্স, সুইজারল্যান্ড ও রাশিয়ার বিজ্ঞানীরা নমুনা সংগ্রহ করবেন। এরপর ওই দিনই যথাযথ মর্যাদায় মৃতদেহ সমাহিত করা হবে।

ইয়াসির আরাফাতের শরীরে পলোনিয়াম ২১০ বা অন্য কোনো বিষাক্ত পদার্থ আছে কি না তা পরীক্ষার জন্য বিজ্ঞানীরা সংগৃহীত নমুনা নিজ দেশে নিয়ে যাবেন বলেও জানান তিনি।

২০০৪ সালে ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি সামরিক হাসপাতালে মৃত্যু হয় আরাফাতের। স্ট্রোকে তার মৃত্যু হয় বলে চিকিৎসা প্রতিবেদন বলা হয়।

আন্তর্জাতিক