মোবাইল নেটওয়ার্ক বন্ধ করেও হামলা ঠেকাতে পারলো না পাকিস্তান

মোবাইল নেটওয়ার্ক বন্ধ করেও হামলা ঠেকাতে পারলো না পাকিস্তান

গোটা প্রশাসন যন্ত্রের ব্যাপক সতর্কতামূলক পদক্ষেপের পরও বোমা হামলা ঠেকাতে পারলো না পাকিস্তানের নিরাপত্তা সংস্থাগুলো। হামালায় কমপক্ষে ৭ জন নিহত ও ২০ জন আহত হয়েছে

পবিত্র আশুরাকে সামনে রেখে সংঘাতসহ হানাহানির আশঙ্কায় পাকিস্তানের প্রধান প্রধান শহরে মোবাইল ফোনের কার্যক্রম বন্ধ রাখার পরও শনিবার ডেরা ইসমাইল খাঁতে বোমা হামলার এই ঘটনা  ঘটলো।

সকালে একটি মিছিলকে টার্গেট করে বোমা হামলার ঘটনা ঘটে।

শুক্রবার দেশটির রাজধানী ইসলামাবাদ, দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর করাচি ও পশ্চিমাঞ্চলীয় শহর কোয়েটার বিশেষ বিশেষ এলাকায় মোবাইল নেটওয়ার্ক সাময়িকভাবে কর্তৃপক্ষ বন্ধ করে দেয়।

হামলাকারীরা মোবাইল ফোনের মাধ্যমেই ৯০ শতাংশ বোমার বিস্ফোরণ ঘটিয়ে থাকার পরিসংখ্যানকে বিবেচনায় এনে মোবাইল ফোন নেটওয়ার্ক বন্ধ করা হয়।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক জানিয়েছেন, মোবাইল ফোনের সিম ব্যবহার করেই ৯০ শতাংশ বোমা হামলা চালানো হয়। গত ১৫ দিনে চালানো সব বোমা হামলায়ই মোবাইল ফোন ব্যবহার করা হয়েছে।

লক্ষ্যস্থলের কাছে পৌঁছুতে ব্যবহার করা হতে পারে আশঙ্কায় কিছু কিছু এলাকায় মোটরসাইকেলে যাত্রী পরিবহনও নিষিদ্ধ করা হয়েছে।

সামপ্রতিক মাসগুলোতে পাকিস্তানজুড়ে সংখ্যালঘু শিয়া মুসলিমদের ওপর কট্টরপন্থী সুন্নি মুসলিমদের হামলা বেড়ে গেছে।

চলতি সপ্তাহে রাওয়ালপিন্ডিতে শিয়াদের ওপর চলানো এক ভয়াবহ হামলায় ২৩ জন নিহত হয়।

আন্তর্জাতিক