তাহরির স্কোয়ারে অবস্থান নিয়েছে মুরসি বিরোধীরা

তাহরির স্কোয়ারে অবস্থান নিয়েছে মুরসি বিরোধীরা

মিসরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির বিরোধীরা তার ব্যাপক ক্ষমতা গ্রহণের ঘোষণার প্রতিবাদে শুক্রবার তাহরির স্কোয়ারে এক সপ্তাহব্যাপী অবস্থান বিক্ষোভ শুরু করেছে।

মঙ্গলবার একটি গণ-আন্দোলনের ডাক দিয়ে সাবেক প্রেসিডেন্ট প্রার্থী হামদিন সাব্বাহির নেতৃত্বাধীন পপুলার কারেন্ট দল এক বিবৃতিতে জানিয়েছে, ‘শুক্রবার থেকে একটি অবস্থান বিক্ষোভ শুরু করার ব্যাপারে সকল বৈপ্লবিক রাজনৈতিক শক্তি একমত হয়েছে।’

সংগঠনকরা এএফপিকে জানিয়েছেন, এ পর্যন্ত ২৬ টি রাজনৈতিক দল ও সংগঠন এই অবস্থান বিক্ষোভের ব্যাপারে একমত হয়েছে।

বৃহস্পতিবার মুরসি তার ক্ষমতা সমপ্রসারণ করে আইন ও ডিক্রি জারি করেন। এর মাধ্যমে তার দেয়া সাংবিধানিক ঘোষণা, সিদ্ধান্ত ও আইন চূড়ান্ত বলে গণ্য হবে এবং এর বিরুদ্ধে কোনো আদালতে চ্যালেঞ্জ করা যাবে না।

সমর্থকরা জানিয়েছেন, গণতন্ত্র উত্তরণের সময় যে উত্তাল অবস্থার সৃষ্টি হয়েছে এই পদক্ষেপের ফলে তা প্রশমিত হবে।

তবে সমালোচকরা বলছে, মুরসি এখন একজন স্বৈরশাসকে পরিণত হয়েছেন।

আন্তর্জাতিক