অন্য মাদ্রাসার শিক্ষার্থীকে নিজ বিদ্যালয়ের ছাত্র দাবি করে ইবতেদায়ি পরীক্ষায় অংশ নেওয়ায় মোহাম্মদপুর ইবতেদায়ি মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার হাবিবুর রহমানকে ১ বছরের কারাদণ্ড দিয়ে ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম তাকে ওই কারাদণ্ড দেয়। গতকাল বুধবার দুপুরে সদর উপজেলার গিলাবাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, মোহাম্মদপুর ইবতেদায়ি মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার হাবিবুর রহমান তার বিদ্যালয়ের ৫ম শ্রেণীর শিক্ষার্থীর ডিআর�এ ৫জন শিক্ষার্থীর তালিকা দেয়। পরীক্ষায় অংশ নেয়ার মত শিক্ষার্থী না থাকায় ২ জন ভাড়াটে শিক্ষার্থীকে দিয়ে আজ বুধবার গিলাবাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ইবতেদায়ি পরীক্ষা দেওয়ায়। পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে বিষয়টি জানাজানি হলে পুলিশ ওই মাদ্রাসার সুপার হিসেবে সহকারী শিক্ষক হাবিবুর রহমানকে গ্রেফতার করে। তার বাড়ি ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর গ্রামে। উল্লেখ্য, এ বছর জেলার ৫৪টি কেন্দ্রে ৩২ হাজার ৪৬ জন পরীক্ষার্থী সমাপনী পরীক্ষায অংশ নিচ্ছে। এর মধ্যে প্রাথমিক পযার্য়ের২৯ হাজার ২৮০ ও ইবতেদায়ি ২ হাজার ৭৬৬ জন ছাত্রছাত্রী রয়েছে।