1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৭:০৮ পূর্বাহ্ন

সাম্প্রদায়িক রাষ্ট্র বানাতে চান খালেদা : দীপু মনি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ নভেম্বর, ২০১২
  • ৮২ Time View

খালেদা জিয়া দেশের চেহারা পাল্টানোর কথা বলে দেশকে আবার সাম্প্রদায়িক রাষ্ট্র বানাতে চান। অভিযোগ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনির।

বুধবার রাজধানীর বাড্ডা শাহজাদপুরের সুবাস্তু নজর ভ্যালি টাওয়ারের সামনে আওয়ামী যুবলীগ আয়োজিত দেশব্যাপী জামায়াত-শিবিরের নৈরাজ্য ও পুলিশ এবং সাধারণ মানুষের ওপর হামলার প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

বরিশালে দেয়া খালেদা জিয়ার বক্তব্যের তীব্র সমালোচনা করে দীপু মনি বলেন, আজকের সুখী-সমৃদ্ধ, শান্তিপূর্ণ বাংলাদেশকে খালেদা জিয়া বদলে দিতে চান। যাতে দেশে আবার ২০০১ পরবর্তী আমলের মতো সংখ্যালঘু নির্যাতন, সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটে।

ধর্ম ব্যবসায়ীরা যাতে সহজ সরল মানুষের সঙ্গে প্রতারণা করতে পারে- খালেদা জিয়া সেই পরিবর্তনের কথা বলেছেন বলেও উল্লেখ করেন তিনি।

যুদ্ধাপরাধীদের আশ্রয়-প্রশ্রয় দিলে একাত্তরের ৩০ লাখ শহীদ আর ২ লাখ মা-বোনের ইজ্জত হরণ করাকে বৈধতা দেয়া হবে উল্লেখ করে দীপু মনি বলেন, সরকার যখন অতীতের সব গ্লানি মুছে ফেলে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে তখন একটি বিশেষ মহলের ইন্ধনে জামায়াত-শিবির পুলিশের ওপর হামলা চালাচ্ছে।

এ সময় তিনি সবাইকে সব শক্তি নিয়ে ঐক্যবদ্ধ হয়ে দেশের প্রগতিকে বাধাগ্রস্ত করছে এমন অন্ধকার অপশক্তিকে রুখে দেয়ার আহ্বান জানান।

তারেক-কোকোর প্রশংসামূলক খালেদার বক্তব্যের সমালোচনা করে মন্ত্রী বলেন, খালেদার দুই পুত্র যে দুর্নীতি করেছে; তা জাতির জন্য লজ্জাজনক। দেশের মানুষ তাদের দুর্নীতি সম্পর্কে জানে। তাদের বিচারের ভার জনগণের ওপর ছেড়ে দিলাম।

ভাটারা থানা যুবলীগের আহ্বায়ক সাইফুল ইসলামের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, যুবলীগ উত্তরের সভাপতি মাইনুল হোসেন খান নিখিল, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন বাড্ডা থানা যুবলীগের আহ্বায়ক কায়েস মাহমুদ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ