1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৩ পূর্বাহ্ন

এএসএফের এজিএমে ভারত যাচ্ছেন সিএসই প্রেসিডেন্ট

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ নভেম্বর, ২০১২
  • ৬৯ Time View

আগামী ২২ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া এশিয়া সিকিউরিটিজ ফোরামের ৭০তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) যোগ দিতে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে ভারত যাচ্ছেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রেসিডেন্ট আল মারুফ খান। এসোসিয়েশন অফ ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ মেম্বার অফ ইন্ডিয়া সম্মেলনের আয়োজক। সম্মেলনের মুল প্রতিপাদ্য বিষয় হচেছ-ইনোভেটিভ অ্যান্ড ইন্টিগ্রেটিভ চ্যালেঞ্জ সিকিউরিটিজ ম্যানার ইন এশিয়া প্যাসেফিক।

এদিকে ভারতের এ সফরকে কাজে লাগাতে চাচ্ছেন বাংলাদেশ প্রতিনিধি। সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি বোম্বে ও ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ পরিদর্শন করবেন তিনি। দেশের পুঁজিবাজারের উন্নয়নে এ দুই এক্সচেঞ্জের সঙ্গে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা করবেন আল মারূফ খান।

আজ মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে পুঁজিবাজার সম্পর্কিত বিষয়ে আলাপকালে সিএসই’র প্রেসিডেন্ট আল মারুফ খান এসব কথা জানান।

জানা যায়, সিএসই’র প্রেসিডেন্টের সফরসঙ্গী হিসেবে যাচ্ছেন একই প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ সাজিদ হোসেন। আগামীকাল বুধবার দুপুরে এ দুই প্রতিনিধি এএফই’র সম্মলনে যোগদানের উদ্দেশ্যে দেশ ত্যাগ করবেন।

আল মারুফ খান বলেন, যেহেতু সম্মেলন ভারতে হচ্ছে, সেহেতু এই সুযোগটা আমরা কাজে লাগাতে চাচ্ছি। ভারতের ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের (এনএসই) সঙ্গে দীর্ঘ দিনের কার্যকরী সম্পর্ক রয়েছে। এছাড়া এনএসই আমাদের ডেরিভিটিভ মার্কেট তৈরীতে কনসালটেন্ট হিসেবে কাজ করছে। সেহেতু এ সর্ম্পকে আরো সুদৃঢ় করতে আমরা ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ পরিদর্শন করব। এছাড়া স্টক এক্সচেঞ্জের উন্নয়নে অন্যান্য নলেজ শেয়ারিংয়ের যেসব বিষয় বা ইস্যুগুলো রয়েছে তা নিয়ে আলোচনা করব।

তিনি আরো বলেন, যেহেতু আমরা সুযোগ পাচ্ছি তাই আমাদের স্টক এক্সচেঞ্জের ওভার দ্য কাউন্টার (ওটিসি) মার্কেটের উন্নয়নে আরেকটু বিস্তারিত আলোচনা করব। বিশেষ করে ওপারেশনাল বিষয়গুলো নিয়ে আলোচনা করব। পাশাপাশি ডেরিভিটিভ প্রোডাক্ট কিভাবে কার্যকর করা যায় সে বিষয়ে আলোচনা হবে। আর ভারতের ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে ডেরিভিটিভ প্রোডাক্ট কিভাবে পরিচালনা করা হচ্ছে তা আমরা দেখব। এছাড়া টেকনিক্যাল, স্ট্রাটেজিক, কোলাবরেশন বৃদ্ধিসহ আরো বেশ কিছু ইস্যু নিয়ে আলোচনা করব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ