1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ০৩:৫২ অপরাহ্ন

বর্তমান মন্দা খুব শিগগিরই কেটে যাবে-লালী

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ নভেম্বর, ২০১২
  • ৬২ Time View

ডিএসই’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আহমেদ রশীদ লালী বলেছেন, বাজারে বর্তমানে যে মন্দা চলছে তা খুব শিগগিরই কেটে যাবে, একই সঙ্গে সরকারের রাজস্বের পরিমাণও বৃদ্ধি পাবে। আজ মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ডের নব নিযুক্ত চেয়ারম্যান গোলাম রহমানের সঙ্গে ডিএসই পর্ষদের এক সৌজন্য সাক্ষাতের সময় তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, ২০০৫-২০০৬ সাল থেকে ব্রোকারেজ হাউজ থেকে প্রাপ্ত ট্যাক্স উৎসে কর্তন করার বিধান রাখা হয়েছে। বিগত কয়েক বছরে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন থেকে প্রাপ্ত ট্যাক্সের চিত্র ২০০৫-২০০৬ সালে ১.৩৮ কোটি, ২০০৭-২০০৮ সালে ১৬.৩০ কোটি, ২০০৮-২০০৯ সালে ২৬.৮১ কোটি, ২০০৯-২০১০ সালে ১২৮.১৭ কোটি, ২০১০-২০১১ সালে ৩২৫.৯১ কোটি, ২০১১-২০১২ সালে ১৬৮.৯২ কোটি এবং ২০১২-২০১৩ সালের প্রথম ৪ মাসে ৩৯.১৯ কোটি টাকা সরকারি রাজস্ব ফান্ডে জমা দেয়া হয়েছে।
সাক্ষাতকার অনুষ্ঠানে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রেসিডেন্ট রকিবুর রহমান বলেন, জাতীয় রাজস্ব বোর্ড বিগত দিনে করনীতি প্রণয়নের সময় পুঁজিবাজারকে স্থিতিশীল করার জন্য যা কিছু বিবেচনা করা দরকার তা করে আসছে। আশা করি সামনের দিনগুলোতেও সেই সহযোগিতা অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, ডিএসই’র বর্তমান পরিচালনা পর্ষদ পুঁজিবাজারকে স্থিতিশীল করার জন্য কাজ করে যাচ্ছে। একই সঙ্গে বাজারে ভালো ভালো কোম্পানি নিয়ে আসার জন্য কাজ করছে।
সাক্ষাতকার অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ডিএসইর ভাইস প্রেসিডেন্ট মো. শাহজাহান, পরিচালক আব্দুল হক, মিনহাজ মান্নান ইমন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ