1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
জামায়াতের ইশতেহার ঘোষণা অনুষ্ঠান স্থগিত নির্বাচন হতে হবে মানুষের ভাগ্য পরিবর্তনের : তারেক রহমান ফেসবুক পেজ নিয়ে ঢাকায় মার্কিন দূতাবাসের নির্দেশনা নির্বাচনে কোনো ‌‌‘দুই নম্বরি’ চলবে না : ইসি সানাউল্লাহ স্বাধীনতাবিরোধীদের হাতে দেশ নিরাপদ নয় : মির্জা ফখরুল বিএনপি ক্ষমতায় গেলে সবাই বিনা মূল্যে ইন্টারনেট পাবে : মাহদী আমিন আমরা জাতীকে আর দ্বিধা, বিভক্ত দেখতে চাই না : ডা. শফিকুর রহমান জাতীয় নির্বাচনে নিরাপত্তা দিতে সারাদেশে ৩৭ হাজার বিজিবি সদস্য মোতায়েন থাকবে আত্মমর্যাদাশীল দেশ গড়ার আহ্বান তারেক রহমানের দেশের ৫ লাখ ১৮ হাজার ভোটারের কাছে পোস্টাল ব্যালট প্রেরণ করেছে ইসি

সিরিজে ফেরার লড়াইয়ে কঠিন পরীক্ষার মুখোমুখি মিরাজরা

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ৬৫ Time View

টি-টোয়েন্টি সিরিজ থেকেই বাংলাদেশের ব্যাটারদের ভুগিয়ে আসছিলেন রশীদ খান। ম্যাচের মোড় কয়েকবার ঘুরিয়ে দিতে দিতেও শেষ পর্যন্ত না পারা আফগান এই লেগ স্পিনারকে অবশ্য ওয়ানডে সিরিজের শুরুতে আর হতাশ হতে হয়নি। প্রথম ওয়ানডেতে শুরুর ধাক্কা সামলে মেহেদী হাসান মিরাজ ও তাওহিদ হৃদয়ের শতরানের জুটিতে এগোতে থাকা বাংলাদেশকে একদম থমকে দেন তিনি। কিন্তু সফরকারীদের জন্য আরো দুশ্চিন্তার বিষয় একাধারে মিরাজ, জাকের আলী ও নুরুল হাসানরা এলবিডব্লিউ হয়েছেন রশীদের বলে।

তার ওপর আবুধাবির ধীরগতির উইকেটে আফগানরা যেখানে চার বিশেষজ্ঞ স্পিনার নিয়ে খেলেছে, সেখানে মিরাজরা নেমেছিলেন লেগ স্পিনার রিশাদ হোসেনকে ছাড়াই। ৫ উইকেটের হারে পিছিয়ে যাওয়া দলের জন্য তাই আজ দ্বিতীয় ওয়ানডেতে সিরিজে ঘুরে দাঁড়ানোর পাশাপাশি অনেক প্রশ্নের উত্তরও মেলানোর আছে।

যদিও উত্তর মিলবে কি না, তা নিয়ে সংশয় থাকা অস্বাভাবিক নয়। কারণ নিজেদের পছন্দের বলে দাবি করে আসা এই সংস্করণে তাদের বর্তমান অবস্থা করুণ।

এ বছর খেলা ছয় ম্যাচের মধ্যে জিতেছে মোটে একটিতে। গত ১২ মাসে এসেছে মাত্র দুটি জয়। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর খেলা ১৮ ম্যাচের পাঁচটিতে জয় বলে দেয়, এই সংস্করণে নিজেদের হারিয়ে খুঁজছেন মিরাজরা। আজ তাই সিরিজে ফেরার লড়াইয়ে বাংলাদেশকে পিছু টানছে তিক্ত সাম্প্রতিক অতীতও।

ওদিকে আফগানদের চোখ বাংলাদেশের বিপক্ষে টানা তৃতীয় সিরিজ জয়ে। এর আগে ২০২৩ ও ২০২৪ সালে দুটি সিরিজ পকেটে পুরেছে তারা। সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপের আগে চট্টগ্রামে তিন ম্যাচের সিরিজে স্বাগতিকদের ২-১-এ হারানোর তৃপ্তিতে ভাসে তারা। গত বছরের নভেম্বরে শারজাতেও একই ব্যবধানে জেতা দলটি এবার টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ হওয়ার পর ওয়ানডেতে দেখাচ্ছে শক্তি। অবশ্য আবুধাবির ধীরগতির উইকেটে প্রতিপক্ষের চেপে বসার পেছনে সফরকারী দলের ব্যাটারদের দায়ও কম নয়।

প্রথম ম্যাচেই ১৬৮টি ডট বল খেলেছেন মিরাজরা, যা বাংলাদেশের ইনিংসের ৫৭.৩৪ শতাংশ। মিরাজের সঙ্গে সেঞ্চুরি পার্টনারশিপে দলকে পথ দেখাতে থাকা হৃদয়ের ভুল সময়ে হওয়া রান আউট এগোনোর ছন্দ কেটে দেয় প্রথমে। এরপর ৩৮ রানে ৩ উইকেট নেওয়ার পথে ওয়ানডেতে ২০০ উইকেটের মাইলফলক পেরোনো রশীদ সারেন বাকি কাজটা। একই ম্যাচে ধীরগতির উইকেটে তিন স্পিনার নিয়ে নামার কৌশলেও আজ পরিবর্তন আসার কথা। তবে খেলোয়াড় বদলালেও মিরাজদের চলতি ওয়ানডে ভাগ্য বদলাবে কি না, সেটি জানতে অপেক্ষায় থাকা ছাড়া অন্য কোনো উপায়ও নেই!

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ