মালদ্বীপে পুলিশের সমালোচনা করায় মন্ত্রী বরখাস্ত

পুলিশের সমালোচনা করায় মালদ্বীপের মানবাধিকার বিষয়ক মন্ত্রী দিয়ানা সাইদকে বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার এক সরকারি বিবৃতিতে এ কথা জানানো হয়।

অনন্য সুন্দর পর্যটন শিল্পের জন্য বিশ্বে আলাদা পরিচয় ছিল দ্বীপ রাষ্ট্র মালদ্বীপের। দেশটির সরকারি আয়ের প্রায় সিংহভাগ আসতো এ পর্যটন খাত থেকে।

কিন্তু চলতি বছরের ফেব্রুয়ারিতে এক বিতর্কিত পুলিশ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন মালদ্বীপের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট নাশিদ কামাল। ঐ ঘটনার পর রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথে দেশটির পর্যটন শিল্পেও ধ্বস নামতে থাকে।

সম্প্রতি, মালদ্বীপের একটি পর্যটন দ্বীপে অভিযান চালিয়ে প্রকাশ্যে মদ্যপানের অভিযোগে কয়েকজন বিরোধীদলীয় সাংসদ ও মানবাধিকার বিষয়ক মন্ত্রী দিয়ানার স্বামীকে আটক করে পুলিশ।

স্বামীর গ্রেফতারের সংবাদে ক্ষোভ প্রকাশ করেন দিয়ানা সাঈদ। পুলিশের সমালোচনা করে তিনি বলেন, আইনের অপব্যবহার করছে পুলিশ।

উল্লেখ্য, মালদ্বীপের আইন অনুযায়ী কোনো ব্যক্তি প্রকাশ্যে মদ্যপান করলে তার বিরুদ্ধে আর্থিক জরিমানা ও কারাদণ্ডের বিধান রয়েছে।

আন্তর্জাতিক