1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৭:০১ পূর্বাহ্ন

প্রবাসীদের ভোটের জন্য নভেম্বরে চালু হচ্ছে বিশেষ অ্যাপ : ইসি সানাউল্লাহ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ৫২ Time View

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিদেশে থাকা প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে পোস্টাল ব্যালটের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

গতকাল বুধবার (১ অক্টোবর) ফ্রান্সের রাজধানী প্যারিসে বাংলাদেশ দূতাবাসে আয়োজিত এক মতবিনিময়সভায় অংশ নিয়ে এ তথ্য জানান তিনি।

প্যারিসে বাংলাদেশ দূতাবাসে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম তালহা। এ সময় নির্বাচন কমিশন সচিবালয়ের আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং একসেস টু সার্ভিসেস (আইডিইএ) প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকীও উপস্থিত ছিলেন।

ইসি সানাউল্লাহ বলেন, প্রবাসীদের ভোটাধিকার কার্যকর করা সব সময়ই একটি চ্যালেঞ্জিং প্রক্রিয়া। এ বিষয়ে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করেছি। পাশাপাশি বিভিন্ন দেশের অভিজ্ঞতাও বিবেচনায় নেওয়া হচ্ছে।

তিনি জানান, অনলাইন ভোটিং নিয়ে বিশ্বব্যাপী নানা প্রস্তাব থাকলেও এখনো এটি নিরাপদ ও গ্রহণযোগ্য মডেল হিসেবে প্রতিষ্ঠিত হয়নি।
তাই আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটের জন্য পোস্টাল ব্যালটকেই প্রাধান্য দেওয়া হচ্ছে। নভেম্বর মাসের মধ্যে ‘পোস্টাল ভোট বিডি’ নামে একটি অ্যাপ চালু হবে। এর মাধ্যমে নিবন্ধিত ভোটাররা ব্যালটের জন্য আবেদন করতে পারবেন। ব্যালট সংগ্রহ থেকে ফেরত পাঠানো পর্যন্ত পুরো প্রক্রিয়াটি অ্যাপের মাধ্যমে ট্র্যাক করা যাবে।
বিদেশ থেকে পাঠানো ব্যালট সরাসরি সংশ্লিষ্ট আসনের রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছে যাবে।

মতবিনিময়সভায় বক্তব্য দেন ফ্রান্স বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক এম এ তাহের, ফ্রান্স-বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (এফবিজেএ) সমন্বয়ক মাহবুব হোসাইন, বাংলাদেশি নাগরিক পরিষদ ফ্রান্স শাখার সভাপতি আবুল খায়ের লস্কর, সংগঠনের উপদেষ্টা জালাল আহমদ, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ডায়াস্পোরা অ্যালায়েন্সের আঞ্চলিক সংগঠক ইশতিয়াক আকিব এবং ফ্রান্স যুবদলের সভাপতি আহমেদ আব্দুল মালেকসহ অনেকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ