1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ০২:১৭ অপরাহ্ন

তিন মাসের মধ্যে উন্নত সার্ভিল্যান্স সফটওয়্যার প্রতিশ্রুতি রক্ষার জন্য আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি-ডিএসই প্রেসিডেন্ট

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ নভেম্বর, ২০১২
  • ৭৭ Time View

বাজারে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে উন্নত মানের সার্ভিল্যান্স সফটওয়্যার স্থাপন করতে যাচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এ লক্ষ্যে আজ রোববার সুইডেনের কোম্পানি প্রেপ্টস এবি’র (PRAPETS AB) চেয়ারম্যান গার্নার ওয়েক্সেল এবং সেন্ট্রাল ডিপোজীটরি বাংলাদেশ লিমিটেডের টেকনোলজি কনসালটেন্ট লিমিটেডের স্থানীয় প্রতিনিধি মো. মাহবুবুল হোসেনের সঙ্গে সঙ্গে চুক্তি করেছে ডিএসই। চুক্তিতে ডিএসইর পক্ষে স্বাক্ষর করেন প্রধান নির্বাহী কর্মকর্তা মোশারফ এম হোসেন।

‘এগ্রিমেন্ট সিরিমনি ফর ইম্পিমেনটেশন অফ স্টেট অফ আর্ট মার্কেট সার্ভিল্যান্স সফটওয়্যার’ নামক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে ডিএসই’র প্রেসিডেন্ট রকিবুর রহমান বলেন, ঢাকার শেয়ারবাজারকে উন্নত বিশ্বের আদলে গড়ে তুলতে উন্নত মানের সার্ভিল্যান্স সফটওয়্যার সংযোজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। যাতে বাজারে অস্বাভাবিক ঘটনার রহস্য দ্রুত উদঘাটন করা যায়। বাজারে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা যায়। দেশের পুঁজিবাজারকে আন্তজার্তিক মানে উন্নীত করতে ইতিমধ্যে এস অ্যান্ড পি’র সঙ্গে কাজ করছি।

রকিবুর রহমান আরো বলেন, আমরা জাতীর কাছে যে প্রতিশ্রুতি দিয়েছি তা রক্ষার জন্য আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি। আমরা আশা করছি আগামী আড়াই তিন মাসের মধ্যে সার্ভিল্যান্স সফটওয়্যার সংযোজন করতে পারব। এছাড়া ইতিমধ্যে আমরা বাংলায় ওয়েবসাইট প্রকাশের কাজ এগিয়ে নিয়েছি এবং সেটেলমেন্ট গ্যারান্টি ফান্ডের বিষয়েও কাজ করে যাচ্ছি।  দেশের পুঁজিবাজারকে উন্নত বিশ্বের আদলে গড়ে তুলতে করণীয় সবকিছু করা হবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে গার্নার ওয়েক্সেল বলেন, বাংলাদেশের পুঁজিবাজার যাতে আন্তর্জাতিক মান সম্পন্ন হয় সে ব্যাপারে আমরা ডিএসইকে অত্যাধুনিক কারিগরি সহায়তা দিতে প্রস্তুত। আমরা ডিএসইর সঙ্গে এ চুক্তি সম্পাদন করতে পেরে আনন্দিত।

সিডিবিএলের টেকনোলজি কনসালটেন্ট লিমিটেডের স্থানীয় প্রতিনিধি মো. মাহবুবুল হোসেন বলেন, এসইসি যে সার্ভিল্যান্স সফটওয়্যার স্থাপন করতে যাচ্ছে সেটির সঙ্গে সামঞ্জস্য রেখে ডিএসইর সার্ভিল্যান্স সফটওয়্যার স্থাপন করা হবে। যাতে বাজারের স্বচ্ছতা পুরোপুরি নিশ্চিত করা যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ