থাইল্যান্ড পৌঁছেছেন ওবামা

থাইল্যান্ড পৌঁছেছেন ওবামা

তিন দিনের এশিয়া সফরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা রোববার থাইল্যান্ড পৌঁছেছেন।

যদিও ওবামার এ সফরের মূল আকর্ষণ তাঁর মিয়ানমার সফর, তারপরও পথিমধ্যে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ইংলাক শিনাওয়াত্রার সাথে সাক্ষাৎ করবেন তিনি। এসময় থাইল্যান্ডের নিরাপত্তা ও মানবাধীকারের বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করবেন তিনি।

এছাড়াও থাইল্যান্ডে অবস্থানকালে তিনি চিকিৎসাধীন রাজা ভূমিবল আদুল্যদেজকে পরিদর্শন করবেন।

থাইল্যান্ডের পর সোমবার সদ্য গণতন্ত্রের পথে পা বাড়ানো মিয়ানমারে যাবেন ওবামা। সেখানে তিনি প্রেসিডেন্ট থেইন সেইন ও নোবেলজয়ী বিরোধী দলীয় নেত্রী অং সান সু চির সাথে সাক্ষাৎ করবেন।

মিয়ানমারের পর ক্যাম্বোডিয়ায় অনুষ্ঠেয় পূর্ব এশীয় এক সম্মেলনে যোগ দেবেন ওবামা।

সদ্য পুনর্নিবাচিত মার্কিন প্রেসিডেন্টের এই সফর দুই পক্ষের কাছেই বেশ গুরুত্ব পাচ্ছে। নির্বাচনের পরপর এই সফর ওবামার নতুন সরকারের প্রাচ্যমুখী নীতির প্রতিই ইঙ্গিত করছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আন্তর্জাতিক