1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১২:১৫ অপরাহ্ন

বান্ধবীর সঙ্গেই বাগদান সারলেন অভিনেতা বিশাল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ৮২ Time View

আজ শুক্রবার দক্ষিণী অভিনেতা বিশালের জন্মদিন। নিজের ৪৮তম জন্মদিনে দিলেন দ্বিগুণ খুশির খবর! সম্পন্ন হলো তার বাগদানও। বিশেষ এই দিনেই ঘনিষ্ঠ বন্ধু থেকে জীবনসঙ্গিনী হয়ে ওঠা অভিনেত্রী সাই ধানশিকার সঙ্গে আংটি বদল করলেন তিনি।

চেন্নাইয়ের আন্না নগরের নিজ বাসভবনে পরিবারের সদস্য আর ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে আয়োজন করা হয় এ বাগদান অনুষ্ঠান।

ভক্তদের উদ্দেশে এক্স (টুইটার)-এ বিশাল লিখেছেন, ‘আমার বিশেষ দিনে সবাই যে ভালোবাসা ও আশীর্বাদ পাঠিয়েছেন তার জন্য কৃতজ্ঞ। আনন্দের সঙ্গে জানাচ্ছি, সাই ধানশিকার সঙ্গে আজ আমার বাগদান হলো। ইতিবাচক আর আশীর্বাদপুষ্ট বোধ করছি। সবসময় যেমন আশীর্বাদ দিয়েছেন, তেমনই সঙ্গ চাই।

বিশাল ও সাই ধানশিকা দীর্ঘ ১৫ বছর ধরে বন্ধুত্বের সম্পর্কে আছেন। যদিও একসঙ্গে তারা কোনো ছবিতে কাজ করেননি, তবে সম্পর্কের গভীরতা থেকেই এই বন্ধন নতুন মাত্রা পেল।

উল্লেখ্য, ধানশিকার ‘যোগী দা’ ছবির ইভেন্টে প্রকাশ্যে তারা জানিয়ে দিয়েছিলেন যে আগামী ২৯ আগস্ট ২০২৫-এ তাদের জীবনে নতুন অধ্যায় শুরু হবে।

ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছার বন্যায় রীতিমতো ঝড় তুলেছেন।
এই তারকা জুটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন সিনেমার পরিচিত মানুষেরাও।

প্রসঙ্গত, এর আগে বিশাল অভিনেত্রী অনীশা আল্লার সঙ্গে বাগদান করেছিলেন এবং ২০২০ সালের অক্টোবরে বিয়ে হওয়ার কথা ছিল। তবে সে সম্পর্কটি ভেঙে যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ