1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৮:২৯ পূর্বাহ্ন

পন্তের প্রতি দুর্বলতার কথা স্বীকার করলেন হেইডেন কন্যা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ৯৪ Time View

অস্ট্রেলিয়ান কিংবদন্তি ব্যাটার ম্যাথু হেইডেনের মেয়ে ও ক্রীড়া উপস্থাপক গ্রেস হেইডেনের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছেন ভারতের উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্ত। গ্রেস জানান, শুধু মাঠের পারফরম্যান্স নয়, ভয়ঙ্কর এক দুর্ঘটনার পর অসাধারণভাবে পন্তের ক্রিকেটে ফেরার গল্পই তাকে মুগ্ধ করেছে সবচেয়ে বেশি।

২০২২ সালের ডিসেম্বরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন পন্ত। হাঁটু, গোড়ালি, কবজি ও পিঠে একাধিক চোট পেয়েছিলেন তিনি।
চিকিৎসকেরা বলেছিলেন, পূর্ণ ফিটনেসে ফিরতে দীর্ঘ সময় লাগবে। কিন্তু সব প্রতিকূলতা জয় করে মাত্র ১৫ মাসের মধ্যেই আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন করেন এই তারকা ব্যাটার।

ইনসাইডস্পোর্টকে দেওয়া সাক্ষাৎকারে গ্রেস বলেন, ‘ঋষভ পন্তের প্রতি আমার এক ধরনের দুর্বলতা আছে। দুর্ঘটনার পর যেভাবে তিনি লড়াই করে ফিরেছেন, যে লেভেলে খেলছেন—অবিশ্বাস্য! ও এক দারুণ শক্ত মানুষ।
হ্যাটস অফ টু হিম। ও আসলেই ‘গ্যাংস্টা’।’

তিনি মনে করেন, পন্তের এই প্রত্যাবর্তন শুধু শারীরিক নয়, মানসিক দৃঢ়তারও অনন্য উদাহরণ।

গ্রেস আরও স্মরণ করিয়ে দেন, আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামী ক্রিকেটারও (২৭ কোটি ভারতীয় রুপি) পন্ত।
তার মতে, এই অঙ্ক যেমন প্রতিভার প্রমাণ, তেমনই জনপ্রিয়তারও প্রতিফলন।

নিজে অস্ট্রেলিয়ান হলেও গ্রেস বলেন, পন্তকে নিয়ে তিনি গর্বিত। বাবার ক্রিকেট জীবনের সুবাদে ছোটবেলা থেকেই ভারতের সঙ্গে তার এক বিশেষ বন্ধন গড়ে উঠেছে। হাসিমুখে গ্রেস বলেন, ‘আমি ডাল আর রুটি ভীষণ ভালোবাসি। বাবা সবসময় ভারত থেকে মশলা নিয়ে আসতেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ