1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৩১ পূর্বাহ্ন

সিরিয়ার ক্লাবকে হারিয়ে চ্যালেঞ্জ লিগের চূড়ান্ত পর্বে বসুন্ধরা কিংস

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ৬০ Time View

এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে-অফে সিরিয়ার ক্লাব আল কারামাহকে ১-০ গোলে হারিয়েছে বসুন্ধরা কিংস। মঙ্গলবার রাতে দোহার সুহাইম বিন হামাদ স্টেডিয়ামে ম্যাচের একমাত্র গোলটি করেছেন কিংসের ‎নাইজেরিয়ান ফরোয়ার্ড ইমানুয়েল সানডে। এ জয়ে চ্যালেঞ্জ লিগের চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে বসুন্ধরা কিংস।

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের পাঁচ বারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস এবার নতুন মৌসুম শুরু করেছিল নানা সংকটের মধ্যে।
খানিকটা বিলম্বে অনুশীলন আরম্ভ করে কিংস। ব্রাজিলিয়ান কোচ সার্জিওকে চূড়ান্ত করলেও তিনি দলের সঙ্গে যোগ না দিয়ে ইরাকি ক্লাবে চুক্তি করেন। এএফসির টুর্নামেন্টে হেড কোচের প্রো লাইসেন্স থাকা বাধ্যতামূলক। সার্জিও না আসায় সহকারী কোচ সৈয়দ গোলাম জিলানী ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব পালন করেন।
তার কোচিংয়ে কিংস সিরিয়ার বাধা অতিক্রম করে।

বসুন্ধরা কিংস ১০ জুন এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে অফ খেলতে কাতারের দোহায় যায়। কিংসের চার বিদেশি ও ইংল্যান্ড প্রবাসী বাংলাদেশি বংশোদ্ভূত কিউবা মিচেল ১০ জুন দোহায় দলের সঙ্গে যোগ দেন। মাত্র দুই দিনের পূর্ণাঙ্গ অনুশীলন হয়।
তবে খেলায় দলের বোঝাপড়া ভালোই দেখা গেছে। মোহামেডান থেকে কিংসে নাম লেখানো নাইজেরিয়ান ফরোয়ার্ড এমানুয়েল সানডে একমাত্র জয়সূচক গোল করেন।

কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে অফের শুরুটা দারুণ ছিল। ৬ মিনিটে গোল করে কিংস ম্যাচে লিড নেয়। কর্নার থেকে জটলার মধ্যে অধিনায়ক তপু বর্মণ বল বাড়ান নাইজেরিয়ান এমানুয়েল সানডের কাছে।
ফাঁকা জায়গায় দাঁড়িয়ে প্লেসিংয় জালে জড়ান। দোহার স্টেডিয়ামে বাংলাদেশের প্রবাসীরা আনন্দ উদযাপন করেন। কাতার সময় রাত সাড়ে ৮টায় খেলা শুরু হয়। তখনও দোহায় অনেক গরম। ম্যাচের দুই অর্ধেই রেফারি কুলিং ব্রেক দিতে বাধ্য হয়েছেন। বসুন্ধরা কিংস বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে তাই কাতারে অবস্থিত বাংলাদেশি প্রবাসীরা গ্যালারিতে সমর্থক করতে উপস্থিত ছিলেন।

সান্ডারল্যান্ড থেকে বসুন্ধরা কিংসে এসেছেন প্রবাসী ফুটবলার কিউবা মিচেল। কিংসের কোচিং স্টাফ তাকে প্রথমার্ধে খেলায়নি। প্রথমার্ধে তিনি যখন স্ট্রেচিং করছিলেন তখন প্রবাসী সমর্থকদের সমর্থন গর্জে উঠেছিল। দ্বিতীয়ার্ধে মিচেলকে নামান জিলানী। আবহাওয়া, দল সব কিছুই মিচেলের জন্য নতুন এরপরও তিনি দ্রুত মানিয়ে নেওয়ার চেষ্টা করেন। দারুণ এক কর্নার কিকও নিয়েছিলেন।

কিংসের জয়ের পেছনে অন্যতম নায়ক গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ। দুই অর্ধেই একাধিক গোল সেভ করেন তিনি। বিশেষ করে দ্বিতীয়ার্ধে কারমাহ মুহমুহ আক্রমণ করে। সেগুলো দারুণভাবে প্রতিহত করেন। কারমাহর ফিনিশিং একেবারে দুর্বল ছিল। নিশ্চিত কয়েকটি গোল মিস করেছে সিরিয়ার ক্লাবটি। কয়েকবার তিনি আঘাত পেলেও দলকে একেবারে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি।

২৫ অক্টোবর এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্ব শুরু হবে। ড্রয়ের মাধ্যমে গ্রুপ ও প্রতিপক্ষ নির্ধারণ হবে কিংসের। গত মৌসুমে সরাসরি মূল পর্বে খেললেও এবার প্লে-অফ জয়ের মাধ্যমে জায়গা করে নিতে হয়েছে দলটিকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ