ঘাটাইলে কারচুপি হলে মাগুরার মতো পরিস্থিতির সৃষ্টি হবে- এরশাদ

আগামী ১৮ নভেম্বর টাঙ্গাইলের ঘাটাইল উপনির্বাচনে কারচুপির চেষ্টা করা হলে মাগুরার মতো পরিস্থিতির সৃষ্টি হবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

বৃহস্পতিবার বিকেলে ঘাটাইল হাইস্কুল মাঠে জাতীয় পার্টির প্রার্থী সৈয়দ আবু ইউসুফ আব্দুল্লাহ তুহিনের পক্ষে এক নির্বাচনী সভায় তিনি এ মন্তব্য করেছেন।

এ সময় ভোটারদের উদ্দেশে তিনি বলেন, “উপনির্বাচনে জাতীয় পার্টি জয়ী হলে যেমন সরকার গঠন করতে যাবেনা, তেমনি নৌকা পরাজিত হলে সরকার বিদায় হবেনা। তাই, লাঙ্গলে ভোট দিয়ে এ সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করুন।”

এরশাদ বলেন, “বিগত দুই সরকারের সময়ে  বাংলাদেশ দুর্নীতিতে ৬ বার চ্যাম্পিয়ন হয়েছে। তাই, মানুষ পরিবর্তন চায়। পরিবর্তনের যাত্রা শুরু হবে ঘাটাইলের উপনির্বাচন থেকে।”

উপজেলা জাতীয় পার্টির সভাপতি অধ্যাপক মতিয়ুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জাতীয় পার্টির মহাসচিব রুহল আমীন হাওলাদার, কাজী জাফর আহম্মেদ, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ প্রমুখ।

অন্যান্য আন্তর্জাতিক বাংলাদেশ শীর্ষ খবর