মিশরকে ৬৪০ কোটি ডলার সহায়তা দিচ্ছে ইইউ

মিশরকে ৬৪০ কোটি ডলার সহায়তা দিচ্ছে ইইউ

মিশরকে ৫ বিলিয়ন ইউরো সমপরিমাণ ৬৪০ কোটি ডলার অর্থ আর্থিক অনুদান হিসেবে দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইউ)।

মিশরের প্রেসিডেন্টের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয় , ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক (ইআইবি) ও ইউরোপিয়ান ব্যাংক ফর রিকনস্ট্রাকশন এন্ড ডেভেলপমেন্ট (ইবিআরডি) প্রত্যেকেই ২শ’ কোটি ইউরো করে আর্থিক অনুদান প্রদান করবে।

বাকি ১শ’ কোটি ইউরো ইউরোপীয় ইউনিয়নভূক্ত সদস্যদেশগুলোর প্রদত্ত আর্থিক সহায়তা থেকে আসবে বলে জানা গেছে।

মিশরের রাজধানী কায়রোতে ইউরোপীয় ইউনিয়নের বৈদেশিক নীতি বিষয়ক প্রধান ক্যাথেরিন অ্যাশটনের সঙ্গে প্রেসিডেন্ট মুরসির সাক্ষাতের পরই এ ঘোষণাটি দেওয়া হয়।

আন্তর্জাতিক