1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৭:২৭ পূর্বাহ্ন

দীপিকার সাফল্যে গর্বিত রণবীর

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ৫৯ Time View

বলিউডের জনপ্রিয় দম্পতি রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোন সবসময়ই সম্পর্কের নিখুঁত উদাহরণ হয়ে থাকেন। আবারও তার প্রমাণ দিলেন রণবীর। হলিউডের বিশ্ববিখ্যাত ‘ওয়াক অব ফেম’-এ নাম উঠেছে দীপিকার। প্রথম ভারতীয় অভিনেত্রী হিসেবে এই ইতিহাস গড়েন তিনি।
২০২৬ সালের হলিউড ওয়াক অব ফেম নির্বাচিত হয়েছেন এই বলিউড অভিনেত্রী।

দীপিকার এই সাফল্যে রণবীর ইনস্টাগ্রামে আবেগঘন এক বার্তায় স্ত্রীর প্রতি গর্ব প্রকাশ করলেন।

রণবীর সিং তার ইনস্টাগ্রাম স্টোরিতে দীপিকার একটি অসাধারণ ছবি পোস্ট করে একটি ইমোজির মাধ্যমে লেখেন, ‘দারুণ গর্বিত তোমার জন্য!’

তিনি দীপিকার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকেও ট্যাগ করেন এবং ব্যাকগ্রাউন্ডে বাজতে থাকে বিয়ন্সের জনপ্রিয় গান রান দ্য ওয়ার্ল্ড (গার্লস)।

উল্লেখ্য, দীপিকাই প্রথম ভারতীয় অভিনেত্রী যিনি মোশন পিকচার বিভাগে হলিউড ওয়াক অব ফেম ক্লাস ২০২৬-এ সম্মানিত হয়েছেন।
এই তালিকায় নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন দীপিকা। গতকাল বুধবার (২ জুলাই) এ তালিকা প্রকাশ করা হয়। এই তালিকায় রয়েছে বিশ্বের নানা প্রান্তের বিখ্যাত তারকা ব্যক্তিত্বদের নাম।

বুধবার হলিউড চেম্বার অব কমার্সের পক্ষ থেকে ঘোষণা করা তালিকায় রয়েছেন দীপিকা পাড়ুকোন, হলিউড অভিনেত্রী এমিলি ব্লান্ট, ফরাসি অভিনেত্রী কোটিলার্ড, কানাডিয়ান অভিনেত্রী র‌্যাচেল ম্যাকঅ্যাডামস, ইতালিয়ান অভিনেতা ফ্রাঙ্কো নিরো এবং সেলিব্রিটি শেফ গর্ডন রামসে।

হলিউড চেম্বার অব কমার্সের ওয়াক অব ফেম সিলেকশন প্যানেল ২০ জুন শত শত মনোনীতদের মধ্য থেকে ৩৫ জনের নাম বাছাই করে। পরে ২৫ জুন চেম্বারের পরিচালনা পর্ষদ এ তালিকা অনুমোদন করে। দীপিকা পাড়ুকোনকে দীর্ঘদিন ধরেই ট্রেন্ড সেটিং অভিনেত্রী হিসেবে বিবেচনা করা হয়।

২০১৮ সালে টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় দীপিকার নাম অন্তর্ভুক্ত হয়। ২০১৭ সালে ‘এক্সএক্সএক্স : রিটার্ন অব জ্যান্ডার কেজ’ সিনেমার মাধ্যমে হলিউডে অভিষেক হয় দীপিকা পাড়ুকোনের।
এতে আরো অভিনয় করেছিলেন ভিন ডিজেল, নিনা ডবরেভ, ডনি ইয়েন, রুবি রোজ এবং স্যামুয়েল এল জ্যাকসন। ভারতীয় অভিনেত্রীদের মধ্যে আন্তর্জাতিক অঙ্গনে এই মুহূর্তে সবচেয়ে প্রভাবশালী অভিনেত্রী হিসেবেই বিবেচিত হন দীপিকা পাড়ুকোন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ