1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৯:৩১ পূর্বাহ্ন

বদলির জন্য এক কোটি টাকা ঘুষের প্রস্তাব পেয়েছিলাম: শিক্ষা উপদেষ্টা

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ৫৫ Time View

অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার জানিয়েছেন, একটি বড় পদে বদলির জন্য তার কাছে এক কোটি টাকা ঘুষের প্রস্তাব এসেছিল। বুধবার (৪ জুন) আসন্ন এইচএসসি পরীক্ষা ও শিক্ষা খাতে দুর্নীতির বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

শিক্ষাব্যবস্থাকে স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত রাখতে সরকার জিরো টলারেন্স নীতিতে দৃঢ় অবস্থান নিয়েছে বলে উল্লেখ করে তিনি জানান, একসময় একজন পরিচিত বুদ্ধিজীবী তাকে তদবির করেছিলেন, কিন্তু ওই ব্যক্তি সেই পদে যোগ্য ছিলেন না। পরে ওই ব্যক্তি অন্য মাধ্যমে তার সঙ্গে যোগাযোগ করে এক কোটি টাকার প্রস্তাব দেন।

“আমি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি, দুর্নীতির কোনো সুযোগ নেই,” বলেন ড. আবরার। তিনি সবাইকে নৈতিক অবস্থানে থাকার আহ্বান জানিয়ে বলেন, “পদে থাকা অবস্থায় দুর্নীতি সহ্য করব না।”

তিনি আরো জানান, বিভিন্ন সংবাদমাধ্যমে দুর্নীতির অভিযোগ আসে, কিন্তু সবকিছু যাচাইয়ের সুযোগ সবসময় থাকে না। তবে যেখানে সত্য ঘটনা ধরা পড়ে, সেখানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ সময় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের, কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবিরসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ