1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৪ পূর্বাহ্ন

বাজেট সম্পূর্ণ বাস্তবায়ন হবে : পরিকল্পনা উপদেষ্টা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ৩৬ Time View

২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত বলে মন্তব্য করে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, এই বাজেট সম্পূর্ণ বাস্তবায়ন করা হবে।

মঙ্গলবার (৩ জুন) বিকেল ৩টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। অর্থ মন্ত্রণালয়ের আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে সংবাদ সম্মেলন শুরু হয়েছে।

উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ‌‌‘অন্তর্বর্তী সরকারের প্রস্তাবিত বাজেটকে অনেকে গতানুগতিক বলছে।
তবে সামাজিক শিক্ষা, স্বাস্থ্য বাজেট বরাদ্দ বেশি হয়েছে। বাজেট একটা চলমান প্রক্রিয়া।’

তিনি বলেন, ‘উন্নয়ন প্রকল্প সবই আগের সরকারের চলমান প্রকল্পে। আগে অর্থ সংস্থানও বিবেচনা করা হয়নি।
২০ থেকে ৩০ নতুন প্রকল্প বাকিগুলো পুরাতন প্রকল্প। দায়িত্ব নেওয়ার পর থেকে প্রয়োজনীয় প্রকল্প নেওয়া হচ্ছে, অপ্রয়োজনীয় প্রকল্প বাদ দিচ্ছি। মাঝপথে কোনো প্রকল্প বাদ দেওয়া হবে না। মেগাপ্রকল্প নিতে চাই না।
তবে তিনটা মেগা গুরুত্বপূর্ণ বিবেচনায় খুলনা মোংলা রেললাইন, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর প্রকল্প গুরুত্ব দেওয়া হয়েছে। গ্রামীণ সড়ক পুল নষ্ট হচ্ছে এগুলো গুরুত্ব দিচ্ছি। জঞ্জাল পরিষ্কার করতে অনেক কষ্ট হচ্ছে। প্রকল্পের পোর্টফলিও করে যাব।’

অর্থসচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদারের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, অন্যান্য উপদেষ্টা, গভর্নর, অর্থসচিব, এনবিআর চেয়ারম্যানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ