1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১২:১২ অপরাহ্ন

আবারও বাংলাদেশ সীমান্তে ভারতীয় ড্রোন

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ২৯ Time View

ফের কুড়িগ্রামের রৌমারী উপজেলার আকাশে প্রবেশ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ড্রোন। শুক্রবার (৩০ মে) রাত সাড়ে ৮টা থেকে ৯টা ৪৫ মিনিট পর্যন্ত বড়াইবাড়ী ও বারবান্দা সীমান্তবর্তী এলাকায় ভারতের কাকড়িপাড়া বিএসএফ ক্যাম্প থেকে এসব ড্রোন উড়ানো হয়।

রৌমারী সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ফিরোজ মিয়া জানান, গত ২৭ মে আসাম থেকে ১৪ জন ভারতীয় নাগরিককে পুশইনের ঘটনার পর থেকেই বিএসএফ নানা উপায়ে নজরদারি বাড়িয়েছে। শুক্রবার রাতেও বড়াইবাড়ী ও বারবান্দা গ্রামের আকাশে ৪-৫টি ড্রোন উড়তে দেখা গেছে।
এমনকি বড়াইবাড়ী বিজিবি ক্যাম্পের ওপর দিয়েও ড্রোন ওড়ানো হয়।

তিনি ভারতের এ কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বলেন, এটি রাষ্ট্রীয়ভাবে গুরুতর বিষয়। এর প্রতিকার চাই।

সীমান্ত এলাকার বাসিন্দা খোরশেদ আলম বলেন, ভারতের ড্রোন উড়ানোর ঘটনায় আমরা আতঙ্কে আছি।
সরকার দ্রুত ব্যবস্থা না নিলে বড় দুর্ঘটনা ঘটতে পারে।

এ বিষয়ে জানতে বড়াইবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আঞ্জু মিয়ার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। খুদেবার্তা পাঠালেও সাড়া মেলেনি।

উল্লেখ্য, এর আগে গত ২৭ মে সকাল ১০টা ৪৫ মিনিটে বড়াইবাড়ী সীমান্তে পুশইনের সময় ও রাত ১০টা ৪৩ মিনিটে সাহেবের আলগা বিওপি এলাকায়ও ভারতীয় ড্রোন উড়ানোর অভিযোগ ওঠে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ