1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৫:১৪ অপরাহ্ন

শৈশবের ক্লাবে ফিরছেন ডি মারিয়া

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ২৮ Time View

বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা আনহেল ডি মারিয়া অবশেষে ফিরছেন তার শৈশবের ক্লাবক্লাব রোসারিও সেন্ট্রালে। বৃহস্পতিবার ক্লাবটি আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেয়।

রোসারিও সেন্ট্রাল তাদের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে লিখেছে, ‘আমাদের গল্পে এখনো অনেক কিছু বাকি। স্বাগতম বাড়িতে!’

ডি মারিয়া ২০০৫ সালে রোসারিও সেন্ট্রালের হয়ে পেশাদার ফুটবল শুরু করেন।
এরপর ইউরোপে পাড়ি জমিয়ে খেলেছেন বেনফিকা, রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, পিএসজি এবং জুভেন্টাসে। ইউরোপে তিনি ৭০০টিরও বেশি ম্যাচ খেলেছেন এবং জিতেছেন মোট ৩০টি ট্রফি—যার মধ্যে রয়েছে চ্যাম্পিয়নস লিগ, তিনটি ভিন্ন দেশের লিগ শিরোপা এবং আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ ও কোপা আমেরিকা।

গত বছর ফ্রি এজেন্ট হিসেবে রোসারিওতে ফেরার খুব কাছাকাছি পৌঁছেও ড্রাগ-সংশ্লিষ্ট সহিংসতা ও হুমকির কারণে সিদ্ধান্ত বদলাতে হয় তাকে। ডি মারিয়া তখন বলেন, ‘আমার বোনের দোকানে একটি বাক্স পাঠানো হয়েছিল, যার ভিতরে ছিল একটি শূকরের মাথা, কপালে গুলি ও একটি নোট — যাতে লেখা ছিল, আমি যদি রোসারিওতে ফিরে আসি, তবে পরবর্তী মাথা হবে আমার মেয়ে পিয়ার।
সেই মাসগুলো ছিল দুঃস্বপ্নের মতো। প্রতিরাতে শুধু বসে কাঁদতাম, কারণ স্বপ্নপূরণ সম্ভব হচ্ছিল না।’

এক বছর পর পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ায় তিনি অবশেষে ফিরে আসছেন তার প্রথম প্রেম—রোসারিও সেন্ট্রালে। বর্তমানে বেনফিকায় খেলা এই উইঙ্গার ক্লাবটি ছাড়বেন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় ক্লাব বিশ্বকাপ শেষেই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ