1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৭ পূর্বাহ্ন

ঢাবি ও সিএসই’র মধ্যে সহযোগিতা চুক্তি স্বাক্ষর

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ নভেম্বর, ২০১২
  • ৭১ Time View

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় প্রশাসন অনুষদ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) মধ্যে একটি সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আজ বিকেল সাড়ে ৪টার দিকে ঢাবি ভিসি’র কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষরিত অনুষ্ঠিত হয়।

চুক্তির আওতায় সিএসই ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন অনুষদ কোম্পানির আর্থিক প্রতিবেদন তৈরির সঠিক পদ্ধতি ও প্রতিবেদনে ভুল ত্রুটি নির্ধারণে একে অপরকে সহযোগিতা করবে।

চুক্তির স্বাক্ষরের পর ঢাবি’র উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকী বলেন, শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে বিনিয়োগে গতিশীলতা আনতে হবে। এটা অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। বিশেষ করে শিক্ষার ক্ষেত্রে বিনিয়োগের বিষয়ে আরো বেশি নজর দেয়া প্রয়োজন।

সিএসই’র প্রেসিডেন্ট আল মারুফ বলেন, আর্থিক বিবরণী কতটা আইন সম্মতভাবে প্রকাশিত হচ্ছে তা বিনিয়োগকারীদের জানা উচিত। এতে তারা কোম্পানির আর্থিক প্রতিবেদন সম্পর্কে সঠিক ধারণা পাবেন। তাই আমরা ঢাবি’র সঙ্গে এই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে বাজার সম্পর্কে আরো ধারণা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সহযোগিতায় এবং বিশ্বব্যাংকের অর্থায়নে এ প্রকল্পের দায়িত্ব পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মিজানুর রহমান।

ড. মিজানুর রহমান বলেন, কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রস্তুত করার জন্য রির্পোটিং রেগুলেশন মানতে হয় এবং সেখানে কিছু বাধ্যবাধকতা থাকে। কিন্তু কোম্পানির পরিচালনা পর্ষদ আর্থিক প্রতিবেদনে অনেক কিছু গোপন রাখে। তাই আমরা স্টক এক্সচেঞ্জগুলোকে এ বিষয়ে সহযোগিতা করতে চাই।

তিনি আরো বলেন, প্রথমে আমরা খাত ভিত্তিক কোম্পানির আর্থিক প্রতিবেদন তৈরির ক্ষেত্রে কি কি বাধ্যতামূলক তার একটি তালিকা তৈরি করব। তারপর কোম্পানির প্রতিবেদনের সঙ্গে মিলিয়ে ভুল ত্রুটিগুলো ধরিয়ে দেব।

এছাড়া আমাদের গবেষণায় দেখা হবে কোম্পানিগুলো সঠিকভাবে কমপ্লায়েন্স করেছে কি-না। অডিটররা তাদের প্রতিবেদন তৈরি করতে কোনো বিষয় এড়িয়ে গিয়েছে কি-না। সাধারণত কোনো কোনো অডিট ফার্ম প্রতিবেদন তৈরি করতে বেশ কিছু বিষয় এড়িয়ে যায়। ফলে কোম্পানিগুলোর অবস্থা সম্পর্কে বিনিয়োগকারী বা সাধারণ মানুষ জানতে পারেন না।

অনুষ্ঠানে এ সময় উপস্তিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি আ আ ম স আরেফিন সিদ্দিকী, সিএসই’র প্রেসিডেন্ট প্রেসিডেন্ট আল মারুফ খান, অধ্যাপক জামাল উদ্দিন আহমেদ, অধ্যাপক মুহিবুর রহমান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য আবুল হাসেম, সিএসই’র প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ সাজিদ হোসেন এবং ভাইস প্রেসিডেন্ট এমকেএম মহিউদ্দিন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ