1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৪:১৯ পূর্বাহ্ন

আমার যানজটে পড়া লজ্জার বিষয় : ওবায়দুল কাদের

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ নভেম্বর, ২০১২
  • ৬৫ Time View

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমি যখন নিজেই যানজটে পড়ে যাই, মন্ত্রী হিসাবে তখন তা লজ্জার বিষয় । এই যানজট একদিনে সৃষ্টি হয় নি। ২০ বছরের সমস্যা মাত্র ২০মাসে সমাধান করা যাবে না। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন। যোগাযোগমন্ত্রী শনিবার বেলা দেড়টায় টঙ্গী থেকে কালিগঞ্জ হয়ে নরসিংদী যাওয়ার পথে সড়ক পরিদর্শনকালে মিডিয়া কর্মীদের একথা বলেন।

মন্ত্রী আরো বলেন, ‘আমাদের দেশে রাস্তার জন্য বরাদ্দকৃত শতকরা সত্তর ভাগ টাকার কাজ হলেও দেশের মহাসড়ক ও আঞ্চলিক সড়কগুলোর অবস্থা এ রকম থাকতো না।

রাস্তার জন্য বরাদ্দকৃত টাকা যদি আত্মসাৎ না করা হতো তাহলে আমাদের দেশের রাস্তাঘাটের চেহারাই পাল্টে যেত।’

তিনি অভিযোগ করে বলেন, ‘বরাদ্দ টাকার একটা অংশ আত্মসাৎ হয়। ফলে কাজের মান ভাল হয় না। সড়কগুলোর যথাযথ উন্নয়ন হয় না। বরাদ্দকৃত টাকা উত্তোলনের প্রক্রিয়াও ভালো নয়।’

তিনি টঙ্গী স্টেশন রোডে ফুট ওভার ব্রিজের ভাঙ্গা ও নাজুক অবস্থা দেখে অসন্তোষ প্রকাশ করেন এবং এক সপ্তাহের মধ্যে গুরুত্বপূর্ণ ওই ফুটওভার ব্রিজটি সংস্কারের জন্য সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের নির্দেশ দেন।

পরে তিনি কালিগঞ্জ পৌর এলাকার বিভিন্ন সড়ক পরিদর্শন শেষে নরসিংদীর পথে গাজীপুর ত্যাগ করেন। এ সময় নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকী এবং সড়ক ও জনপথ বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ