1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ১২:১০ পূর্বাহ্ন

হুতির হামলার পর তেল আবিব রুট স্থগিত এয়ার ইন্ডিয়ার

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ মে, ২০২৫
  • ৩২ Time View

ইসরায়েলের তেল আবিব শহরে বেন গুরিওন বিমানবন্দরের কাছে হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলার পর আগামী দুই দিনের জন্য তেল আবিবগামী সব ফ্লাইট স্থগিত করেছে এয়ার ইন্ডিয়া। স্থানীয় সময় রবিবার সকালে হওয়া হামলার কারণে দিল্লি থেকে তেল আবিবগামী একটি ফ্লাইটকে আবুধাবিতে ঘুরিয়েও নেওয়া হয়। এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে এয়ারলাইনসটি।

বিবৃতিতে বলা হয়েছে, যাত্রী ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
যাদের বৈধ টিকিট রয়েছে, তাদের একবারের জন্য পুনর্নির্ধারণ অথবা অর্থ ফেরতের সুযোগ দেওয়া হবে।

এয়ার ইন্ডিয়ার বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘৪ মে দিল্লি থেকে তেল আবিবের উদ্দেশে রওনা হওয়া এআই১৩৯ ফ্লাইটটি আজ সকালে বেন গুরিওন বিমানবন্দরে একটি ঘটনার পর আবুধাবিতে ঘুরিয়ে নেওয়া হয়। ফ্লাইটটি স্বাভাবিকভাবে আবুধাবিতে অবতরণ করেছে এবং অল্প সময়ের মধ্যেই দিল্লি ফিরে আসবে। এরই পরিপ্রেক্ষিতে, আমাদের তেল আবিবগামী ও সেখান থেকে আগত সব ফ্লাইট ৬ মে পর্যন্ত স্থগিত থাকবে।
গ্রাহকদের সহায়তা দিতে আমাদের কর্মীরা বিকল্প ব্যবস্থার কাজ করছেন।’

এয়ারলাইনসটি বলেছে, ‘৪ থেকে ৬ মের মধ্যে যারা আমাদের ফ্লাইট বুকিং করেছেন, তাদের জন্য একবার সময় পুনর্নির্ধারণ অথবা সম্পূর্ণ অর্থ ফেরতের সুযোগ থাকবে। আমরা আবারও জানিয়ে দিতে চাই, এয়ার ইন্ডিয়ার কাছে যাত্রী ও কর্মীদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার।’

এদিন ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র বেন গুরিওন বিমানবন্দরের প্রধান টার্মিনালের কাছাকাছি পড়ে এবং এতে অন্তত চারজন আহত হয়।
কিছু সময়ের জন্য বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকলেও পরে তা আবার চালু হয়। তবে হুতি বিদ্রোহীদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, ‘বেন গুরিওন বিমানবন্দর আর বিমান চলাচলের জন্য নিরাপদ নয়।’

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যে আমাদের আঘাত করবে, আমরা তাকে সাত গুণ বেশি আঘাত করব।’

ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা সম্প্রতি ইসরায়েলের বিরুদ্ধে ধারাবাহিকভাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে। তারা বলছে, ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতেই তারা এই হামলা চালাচ্ছে।

সূত্র : এনডিটিভি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ