1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ১২:৩৭ পূর্বাহ্ন

পাকিস্তানে অস্ত্র পাঠানোর অভিযোগ, যা বলল তুরস্ক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ৩৭ Time View

ভারতশাসিত জম্মু-কাশ্মীরে সাম্প্রতিক প্রাণঘাতী হামলাকে ঘিরে ইসলামাবাদ ও নয়াদিল্লির উত্তেজনার মধ্যে গুঞ্জন ওঠে পাকিস্তানে সামরিক সরঞ্জাম বহনকারী বিমানে অস্ত্র পাঠিয়েছে তুরস্ক। তবে এই অভিযোগ উড়িয়ে দিয়েছে দেশটি।

মঙ্গলবার (২৯ এপ্রিল) আনাদোলু এজেন্সির প্রতিবেদনের বরাতে এ খবর জানিয়েছে বাংলাদেশের রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস।

তুরস্ক সরকারের যোগাযোগ অধিদপ্তর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (পূর্বের টুইটার) এক পোস্টে জানায়, ‘তুরস্ক পাকিস্তানে অস্ত্রভর্তি ছয়টি বিমান পাঠিয়েছে’ শিরোনামে কিছু সংবাদমাধ্যমের প্রকাশিত খবরটি সত্য নয়।

তুরস্কের পক্ষ থেকে বলা হয়েছে, একটি তুর্কি পরিবহন বিমান শুধু জ্বালানি ভরার জন্য পাকিস্তানে অবতরণ করে এবং পরে নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশে বিমানটি পাকিস্তান ছেড়ে গেছে।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান ভারত ও পাকিস্তানকে সংযম বজায় রাখার আহ্বান জানানোর পর দেশটির পক্ষ থেকে ইসলামাবাদে অস্ত্র পাঠানোর অভিযোগটি ভিত্তিহীন বলা হলো।

গত রবিবার টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, ২৭ এপ্রিল তুরস্কের বিমানবাহিনীর একটি হারকিউলিস-ওয়ানহান্ড্রেড-থার্টি কার্গো বিমান করাচিতে অবতরণ করে। এতে নানা রকম সামরিক সরঞ্জাম ছিল।

তুরস্ক পাকিস্তানকে প্রতিরক্ষা সহায়তা দিচ্ছে, এটি তারই ইঙ্গিত বলে দাবি করে টাইমস অব ইন্ডিয়া। এটিকে বৃহত্তর প্রতিরক্ষা সহায়তার অংশ বলে উল্লেখ করা হয় ওই প্রতিবেদনে।

এদিকে দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশীর চলমান উত্তেজনা নিয়ে সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর আংকারায় সাংবাদিকদের তুরস্কের প্রেসিডেন্ট বলেন, ‘পরিস্থিতি আরো ভয়াবহ রূপ নেওয়ার আগেই তুরস্ক শিগগিরই পাকিস্তান এবং ভারতের মধ্যে উত্তেজনার অবসান চায়।’

তিনি বলেন, ‘আমরা চাই, পাকিস্তান ও ভারতের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা যত তাড়াতাড়ি সম্ভব হ্রাস করা হোক, যাতে পরিস্থিতি আরো গুরুতর হয়ে না ওঠে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ