1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ১১:০০ অপরাহ্ন

গাজায় জরুরি সহায়তায় আইসিজের শুনানি শুরু আজ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ৩৪ Time View

গাজা এবং অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের জন্য জরুরি মানবিক সহায়তা প্রদানে ইসরায়েলকে কী করা দরকার, তা নিয়ে আজ সোমবার থেকে ৪০টি দেশের শুনানি শুরু করবে জাতিসংঘের শীর্ষ আদালত আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত (আইসিজে)। খবর আরব নিউজের।

উল্লেখ্য, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিটি) যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা ও আগ্রাসনের অপরাধের জন্য দায়ীদের বিচারের শেষ অবলম্বন হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। অন্যদিকে আইসিজে দুই বা ততোধিক দেশের মধ্যে বিরোধ মোকাবেলা করে, আইসিসি ব্যক্তিদের অপরাধমূলকভাবে দায়ী করার চেষ্টা করে।

গত বছর জাতিসংঘের সাধারণ পরিষদ আইসিজেকে ইসরায়েলের আইনি বাধ্যবাধকতা বিবেচনা করতে বলেছিল, যখন দেশটি গাজায় ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের প্রধান সরবরাহকারী সংস্থাকে কার্যকরভাবে নিষিদ্ধ করেছিল। ইসরায়েলের নিকটতম মিত্র যুক্তরাষ্ট্র এই প্রস্তাবের বিরুদ্ধে ভোট দিয়েছে।

এক মাস আগেও ইসরায়েল আবার গাজা এবং তার ২০ লাখেরও বেশি লোকের জন্য সব ধরনের সাহায্য বন্ধ করে দিয়েছে। ইসরায়েল গাজায় সাহায্যের ঘাটতি নিয়ে বিতর্ক করেছে এবং বলেছে যে হামাস এটি নিজের ব্যবহারের জন্য দখল করছে।
তাই সহায়তা বন্ধ করার অধিকার তাদের রয়েছে।

ইসরায়েল ও গাজায় ১৮ মাসের যুদ্ধের সঙ্গে সম্পর্কিত সর্বশেষ বিচারিক কার্যক্রমে হেগভিত্তিক আদালতকে একটি উপদেষ্টা মতামত দিতে বলা হয়েছে, যা বাধ্যতামূলক নয়, কিন্তু আইনত চূড়ান্ত উত্তর। এতে বেশ কয়েক মাস সময় লাগবে বলে আশা করা হচ্ছে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রতিষ্ঠিত আইসিজে জাতিসংঘের একটি অঙ্গ এবং সদস্য দেশগুলোর মধ্যে বিরোধ নিষ্পত্তি করে।
সাধারণ পরিষদসহ জাতিসংঘের কিছু সংস্থা আদালতের ১৫ জন বিচারকের কাছ থেকে পরামর্শমূলক মতামত চাইতে পারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ