1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৯:০৯ পূর্বাহ্ন

জেহাদের অর্থ যেখানে সেখানে মানুষ খুন করা নয় : শাহরুখ খান

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ৪৫ Time View

কাশ্মীরে জঙ্গি হামলার জের ধরে উত্তপ্ত ভারত। পাকিস্তানের সঙ্গে বৈরি সম্পর্কে নতুন করে কালো মেঘ ভর করেছে এ হামলার ঘটনায়। মর্মান্তিক এ হামলায় নিহত হয়েছে ২৬ জন নাগরিক। যার ফলে প্রতিবাদে উত্তাল গোটা দেশ।
এই উত্তাপ ছড়িয়েছে বলিউডেও। শাহরুখ খান, সালমান খান থেকে অক্ষয় কুমার, নতুন প্রজন্মের ভিকি কৌশল, জাহ্নবী কাপুর, সিদ্ধার্থ মালহোত্রাসহ আরো অনেক তারকা শোক প্রকাশ করেছেন এবং বিচারের দাবি তুলেছেন। এই নিকৃষ্টতম হামলার বিচারও দাবি করেছেন শাহরুখ খান।

পেহেলগামের ঘা এখনু দগদগে ভারতীয়দের মনে।
জেহাদের নামে জঙ্গি হামলার এই ভয়াবহতার শেষ কোথায়, সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এরইমধ্যে নতুন করে ভাইরাল হলো শাহরুখ খানের পুরনো একটি ভিডিও যেখানে জেহাদ সম্পর্কে কথা বলেছেন বলিউড বাদশা।

পেহেলগামের ঘটনায় যখন উত্তাল ভারত, তখন নতুন করে ভাইরাল হল বলিউড বাদশা শাহরুখ খানের একটি পুরনো মন্তব্য, যেখানে তিনি ‘জেহাদ’-এর প্রকৃত অর্থ তুলে ধরেছেন। ভিডিওতে কিং খানকে বলতে শোনা গেছে, “আমাদের ধর্মে একটা শব্দ রয়েছে, চিরকাল যার অপব্যবহার হয়ে আসছে।
সেটা হল জেহাদ। যে শব্দের আসল অর্থ হল, আমাদের অন্তরাত্মার খারাপ চিন্তাভাবনা দূর করা কিংবা ভিতরের অসুর নিধন করা। এটাকেই বলে জেহাদ। জেহাদের অর্থ যেখানে সেখানে মানুষ খুন করা নয়।”

ইসলামিক রাষ্ট্রগুলিতে হানাহানি কিংবা বিশ্বের বিভিন্ন প্রান্তে করা জঙ্গি কার্যকলাপের দৌলতে আজকের দুনিয়ায় জেহাদ শব্দটি বহুল প্রচলিত।
এমন আবহেই ভাইরাল বাদশার অতীত মন্তব্য। যেখানে শাহরুখ খান বুঝিয়ে দিয়েছেন জেহাদের প্রকৃত অর্থ।

ধর্ম নিরপেক্ষ দেশ হলেও মুসলিম হওয়ার জেরে একাধিকবার দেশদ্রোহী খোঁটা শুনতে হয়েছে শাহরুখ খানকে। শুধু তাই নয়, ভারতীয় সিনেমায় তার অবদান ভুলে নেটপাড়াতেও একাধিকবার দাবি করা হয়েছে, ‘পাকিস্তানে চলে যান।’ তবুও বারবার আন্তর্জাতিক ময়দানে গর্বের সঙ্গে ভারতের সংস্কৃতি তুলে ধরেছেন বলিউড বাদশা। আজও তিনি ভারতের অমুল্য এক সম্পদ হিসেবেই বিবেচিত হন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ