1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ১১:২০ অপরাহ্ন

মস্কোয় পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন ট্রাম্পের দূত

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ৫৬ Time View

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূত স্টিভ উইটকফ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ইউক্রেন যুদ্ধ বন্ধে শান্তিচুক্তি নিয়ে আলোচনা করেছেন।গতকাল শুক্রবার তিনি মস্কোয় পৌঁছেন। এ সময় তাদের মধ্যে ফলপ্রসু আলোচনা হয়েছে। খবর এএফপি ও সিএনএনের।

ট্রাম্প বলেছেন, শান্তি আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি এরই মধ্যে হয়েছে। আর আগামী কয়েকটি দিন খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। রাশিয়া এবং ইউক্রেন চুক্তিতে পৌঁছানোর খুব কাছাকাছি অবস্থান করছে।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, ইউক্রেনের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে ‘প্রস্তুত’ মস্কো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি চুক্তির কথা উল্লেখ করেছেন এবং আমরা একটি চুক্তিতে পৌঁছাতে প্রস্তুত। তবে এই চুক্তির কিছু নির্দিষ্ট বিষয় রয়েছে, যা সূক্ষ্মভাবে সংশোধন করা প্রয়োজন।

এদিকে গতকাল শুক্রবার স্টিভ উইটকফের এই সফরের মধ্যেই গাড়িবোমা বিস্ফোরণের ঘটনায় নিহত হয়েছেন ঊর্ধ্বতন একজন রুশ জেনারেল।

রাশিয়ার গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, মস্কোর বালাশিখা শহরে বোমায় গাড়ি উড়ে গিয়ে নিহত হন রাশিয়ার সশস্ত্র বাহিনীর প্রধান অভিযান পরিচালনা অধিদপ্তরের উপপ্রধান কমান্ডার জেনারেল ইয়ারোস্লাভ মোসকালিক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ