1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৮ পূর্বাহ্ন

ডোনাল্ড ট্রাম্পের স্বাস্থ্যের অবস্থা ‘চমৎকার’

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ৩৪ Time View

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের অবস্থা ‘চমৎকার’ বলে রবিবার জানিয়েছেন হোয়াইট হাউসের চিকিৎসক।

দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর প্রথমবারের মতো ওয়াশিংটন ডিসির একটি হাসপাতালে ট্রাম্পের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। সেখানে দেখা যায়, গত জুলাইয়ে তার ওপর হওয়া হত্যাচেষ্টার ঘটনায় ডান কানে গুলির চিহ্ন রয়েছে।

এই স্বাস্থ্য পরীক্ষার নেতৃত্ব দেওয়া নৌবাহিনীর চিকিৎসক ক্যাপ্টেন শন বারবাবেলা বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের হৃদযন্ত্র, ফুসফুস, স্নায়ুতন্ত্র ও সামগ্রিক শারীরিক সক্ষমতা চমৎকার রয়েছে।

৭৮ বছর বয়সে ২০২৫ সালের জানুয়ারিতে দায়িত্ব নেওয়া ট্রাম্প মার্কিন ইতিহাসের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। তবে তার পূর্বসূরি জো বাইডেন প্রেসিডেন্সি শেষ করার সময় ৮২ বছর বয়সী ছিলেন। নির্বাচনী প্রচারে ট্রাম্প প্রায়ই তার প্রতিদ্বন্দ্বী বাইডেনের মানসিক ও শারীরিক স্বাস্থ্য নিয়ে প্রশ্ন তুলেছেন।

মেরিল্যান্ডের বেটেসডায় ওয়াল্টার রিড হাসপাতালে শুক্রবার প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে ট্রাম্পের রক্তপরীক্ষা, হৃদযন্ত্র পরীক্ষা ও আল্ট্রাসাউন্ড করা হয় বলে চিকিৎসক জানান।

এ ছাড়া বারবাবেলা রবিবার দেওয়া স্মারক বার্তায় বলেন, ‘তার সক্রিয় জীবনযাপন তার সুস্বাস্থ্যের অন্যতম প্রধান উৎস। প্রেসিডেন্ট ট্রাম্পের মানসিক ও শারীরিক স্বাস্থ্য অত্যন্ত ভালো এবং তিনি প্রধান কমান্ডার ও রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব পালনের জন্য সম্পূর্ণভাবে সক্ষম।’

এ ছাড়া ট্রাম্পের মানসিক অবস্থা, স্নায়ু, মোটর ও সংবেদনক্ষমতা এবং রিফ্লেক্স পরীক্ষার জন্য স্নায়ুবিজ্ঞানভিত্তিক মূল্যায়ন করা হয়। তাকে মন্ট্রিয়ল কগনিটিভ অ্যাসেসমেন্ট পরীক্ষাও দেওয়া হয়, যেখানে তিনি পূর্ণ ৩০-এর মধ্যে ৩০ পেয়েছেন।

চিকিৎসক আরো জানান, ট্রাম্পের ত্বকে হালকা রোদে পোড়ার ক্ষত ও কিছু ‘অবিষাক্ত ত্বকের ক্ষত’ রয়েছে।

ট্রাম্প রক্তে কোলেস্টেরল নিয়ন্ত্রণ এবং চর্মরোগ চিকিৎসার জন্য কয়েকটি ওষুধ নিচ্ছেন।

ডা. বারবাবেলার তথ্য অনুযায়ী, প্রেসিডেন্ট ট্রাম্পের ওজন ২২৪ পাউন্ড এবং উচ্চতা ৬ ফুট ২.৫ ইঞ্চি।

এটি ট্রাম্পের স্বাস্থ্যসংক্রান্ত প্রকাশ্য প্রথম প্রতিবেদন, যা দেওয়া হলো পেনসিলভানিয়ার বাটলার শহরে গত জুলাইয়ে তার নির্বাচনী জনসভায় বন্দুকধারীর গুলি কান ছুঁয়ে যাওয়ার ঘটনার পর। তৎকালীন হোয়াইট হাউস চিকিৎসক রনি জ্যাকসন তখন জানিয়েছিলেন, ট্রাম্পের আঘাত ছিল শুধুই ত্বকচ্যুতির মতো।

গত জুলাইতে পেনসিলভানিয়ার বাটলার শহরে নির্বাচনী সমাবেশে বন্দুকধারীর গুলি ট্রাম্পের কান ছুঁয়ে যাওয়ার পর তার যে শারীরিক ক্ষতি হয়েছিল, তা প্রকাশ্যে আসার পর এই প্রথম তার কোনো স্বাস্থ্য প্রতিবেদন জনসমক্ষে প্রকাশ করা হলো।

এ ছাড়া প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম মেয়াদকালে হোয়াইট হাউসের চিকিৎসক বলেছিলেন, ট্রাম্পের স্বাস্থ্য ভালো, তবে ওজন কমানো ও ব্যায়াম বাড়ানো প্রয়োজন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ