1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ১১:২৩ পূর্বাহ্ন

এবারো বিশ্বের ধনীদের তালিকা শীর্ষে ইলন মাস্ক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫
  • ২৯ Time View

প্রতিবছরের মতো এবারো বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় সবার ওপরে জায়গা করে নিয়েছেন ইলন মাস্ক। সাতটি কম্পানির সহপ্রতিষ্ঠাতা মাস্কের সম্পদের পরিমাণ ৩৪২ বিলিয়ন ডলার বা ৩৪ হাজার ২০০ কোটি ডলার।

তালিকাটি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যভিত্তিক ম্যাগাজিন ফোর্বস। প্রতিষ্ঠানটি ১৯৮৭ সাল থেকে এই তালিকা প্রকাশ করছে।
প্রথম বছরে শীর্ষ ধনীদের তালিকায় জায়গা পেয়েছিলেন ১৪০ জন। এবার এই তালিকায় জায়গা পেয়েছেন তিন হাজার ২৮ জন।

গত বছরের চেয়ে ধনীর সংখ্যা বেড়েছে ২৪৭ জন। সম্মিলিতভাবে বিশ্বের শীর্ষ ধনীদের মোট সম্পদের পরিমাণ এখন ১৬.১ ট্রিলিয়ন ডলার।

দ্বিতীয় স্থানে রয়েছেন মেটা প্রধান মার্ক জাকারবার্গ। তিনি এখন ২১৬ বিলিয়ন ডলার বা ২১ হাজার ৬০০ কোটি ডলারের মালিক। ই-কমার্স জায়ান্ট অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজস ২১৫ বিলিয়ন ডলার বা ২১ হাজার ৫০০ কোটি ডলারের সম্পদ নিয়ে বিশ্বের তৃতীয় সেরা ধনী হয়েছেন। সফটওয়্যার জায়ান্ট ওরাকলের প্রতিষ্ঠাতা ল্যারি এলিসন বিশ্বের চতুর্থ সেরা ধনী হয়েছেন।

তার সম্পদের পরিমাণ এখন ১৯২ বিলিয়ন ডলার বা ১৯ হাজার ২০০ কোটি ডলার। ফ্যাশন বিশ্ব শাসনকারী বার্নার্ড আর্নল্ট রয়েছেন পঞ্চম স্থানে। তার প্রতিষ্ঠিত এলভিএমএইচ গ্রুপের অধীনে রয়েছে ৭৫টি ফ্যাশন ও কসমেটিকস ব্র্যান্ড। আর্নল্টের সম্পদের পরিমাণ ১৭৮ বিলিয়ন ডলার বা ১৭ হাজার ৮০০ কোটি ডলার। বিশ্বের অন্যতম সেরা বিনিয়োগকারী ওয়ারেন বাফেট রয়েছেন তালিকার ষষ্ঠ স্থানে।

৯৪ বছর বয়সী বাফেট ১৫৪ বিলিয়ন ডলার বা ১৫ হাজার ৪০০ কোটি ডলারের মালিক। তালিকার সপ্তম স্থানে জায়গা করে নিয়েছেন গুগলের প্রতিষ্ঠাতা ল্যারি পেজ। তাঁর সম্পদের পরিমাণ ১৪৪ বিলিয়ন ডলার বা ১৪ হাজার ৪০০ কোটি ডলার।

সের্গেই ব্রিন বিশ্বের অষ্টম সেরা ধনী। তার দখলে রয়েছে ১৩৮ বিলিয়ন ডলার বা ১৩ হাজার ৮০০ কোটি ডলার। স্পেনের উদ্যোক্তা আমানসিও ওর্তেগা তালিকার নবম স্থানে জায়গা করে নিয়েছেন। ৮৯ বছর বয়সী ওর্তেগার সম্পদের পরিমাণ ১২৪ বিলিয়ন ডলার বা ১২ হাজার ৪০০ কোটি ডলার। মাইক্রোসফটের সাবেক সিইও স্টিভ বালমার রয়েছেন তালিকার দশম স্থানে। তার দখলে রয়েছে ১১৮ বিলিয়ন ডলার বা ১১ হাজার ৮০০ কোটি ডলার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ