1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৪ অপরাহ্ন

পুলিশের ওপর হামলার ঘটনা তদন্তে নেপথ্য নায়কদের নাম বেরিয়ে আসবে : ড. মহীউদ্দীন খান আলমগীর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ নভেম্বর, ২০১২
  • ৮১ Time View
স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, পুলিশের ওপর হামলার ঘটনায় এ পর্যন্ত ৪৬টি মামলা হয়েছে। মামলার তদন্তে বেরিয়ে আসবে নেপথ্যে নায়কদের নাম।
স্বরাষ্ট্রমন্ত্রী আজ রাত পৌনে ৮টায় রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে সোমবার ও মঙ্গলবার জামায়াত-শিবিরের হামলায় আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন।
এসময় ভারপ্রাপ্ত আইজিপি এ কে এম শহিদুল হক, ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজির আহমেদ উপস্থিত ছিলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশব্যাপী জামায়াত-শিবিরের এ হামলার ঘটনায় আইন-শৃংখলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। জড়িতদের কোন ছাড় দেয়া হবে না।
তিনি বলেন, সরকার যুদ্ধাপরাধীদের বিচার করতে বদ্ধপরিকর। এজন্য সরকার জামায়াত-শিবিরের সন্ত্রাসী কার্যক্রম কঠোর হাতে দমন করবে।
ড. মহীউদ্দীন খান আলমগীর বলেন, মানবতাবিরোধী অপরাধে জড়িত যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া রহিত করার জন্যই জামায়াত-শিবির নেতা-কর্মীরা দেশব্যাপী এ অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করেছে।
তিনি বলেন, তারা (জামায়াত-শিবির) পুলিশের ওপর অতর্কিত হামলা করে তাদের আহত করেছে। তা বরদাশত করা যায় না। এসব নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ