1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ১২:২৮ অপরাহ্ন

ওবামার বিজয় গণতন্ত্রকামী মানুষের জন্য সুখবর : বিএনপি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ নভেম্বর, ২০১২
  • ৮৮ Time View

দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় বারাক ওবামাকে অভিনন্দন জানিয়েছে বিরোধী দল বিএনপি।
গতকাল বুধবার শেরেবাংলা নগরে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক প্রতিক্রিয়ায় বলেন, আমরা মনে করি, ওবামার এই বিজয় গণতন্ত্রকামী মানুষের জন্য সুখবর।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ওবামা প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় আমরা খুশি হয়েছি। সমগ্র বিশ্বের মানুষ বিশেষ করে নিপীড়িত ও শোষিত মানুষ যারা গণতন্ত্রের জন্য লড়াই করছে, তাদের কাছে এই সংবাদ আনন্দ ও খুশির।
প্রাথমিক ফলাফলের ভিত্তিতে গণমাধ্যমগুলো যে পূর্বাভাস দিয়েছে, তাতে দেখা যাচ্ছে- ওবামা পেয়েছেন ৩০৩ ইলেকটোরাল ভোট। আর রিপাবলিকান প্রার্থী মিট রমনি পেয়েছেন ২০৬ ইলেকটোরাল ভোট।
ভোটারদের চূড়ান্ত রায়ে পরাজয় স্বীকার করে নিয়ে রিপাবলিকান প্রার্থী মিট রমনি ইতোমধ্যে ওবামাকে অভিনন্দন জানিয়েছেন।
এর আগে ৭ নভেম্বর উপলক্ষে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ফখরুলসহ দলের নেতা-কর্মীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ