1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ০১:০৯ অপরাহ্ন

যে কারণে ঈদের নামাজ পড়তে পারেননি ইমরান খান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
  • ৩৩ Time View

টানা তৃতীয়বার কারাগার থেকে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান। কঠোর নিরাপত্তা ব্যবস্থার কারণে তিনি ঈদের নামাজে যোগ দিতে পারেননি। খবর জিও নিউজের।

ইমরান খানের বিরুদ্ধে রাষ্ট্রীয় গোপন নথি ফাঁস থেকে শুরু করে তোশাখানা তছরুপের মতো নানা অভিযোগে ১০০টির বেশি মামলা রয়েছে।

ইমরান খান ২০২৩ সালের আগস্ট মাস থেকে কারাবন্দী। আদিয়ালা কারাগারের ভেতরে কেন্দ্রীয় মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হলেও নিরাপত্তার কারণে তিনি সেখানে যেতে পারেননি।

ইমরান খানের স্ত্রী বুশরা বিবিও কারাবন্দী রয়েছেন। ঈদের নামাজের সময় তাকে কারাকক্ষে থাকতে হয়েছে।
তবে কারাগারের অন্য বন্দী ও কারা কর্মকর্তারা ঈদের নামাজ পড়েছেন।

জানা গেছে, উচ্চ পর্যায়ের বন্দী আছেন যেসব জেলখানায়, সেখানে তিন দিনের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়ন করা হয়েছে। অতিরিক্ত নিরাপত্তা হিসেবে আদিয়ালা জেলমুখী সব সড়কে চেকপয়েন্ট বসানো হয়েছে। মোতায়েন করা হয়েছে প্রায় ২০০ কর্মকর্তা।

দায়িত্বরত নিরাপত্তা রক্ষাকারীরা তিন শিফটে দায়িত্ব পালন করছেন। জেলের বাইরে পিটিআই সমর্থকরা যেন বড় রকমের প্রতিবাদ বিক্ষোভ করতে না পারে সে জন্য নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তামূলক ব্যবস্থা। মোতায়েন করা হয়েছে রিজার্ভ ফোর্সও।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ