1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ১২:৪৯ অপরাহ্ন

ঈদ উপলক্ষে রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে : ডিবিপ্রধান

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ২৯ Time View

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান রেজাউল করিম মল্লিক।

শনিবার (২৯ মার্চ) সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

রেজাউল করিম মল্লিক বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীতে টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। তারই অংশ হিসেবে মহানগরীর ৫০টি থানা এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৬৬৭টি টহল টিম দায়িত্ব পালন করছে এবং ৭১টি পুলিশি চেকপোস্ট বসানো হয়েছে।

ডিবিপ্রধান বলেন, এ ছাড়া অক্সিলিয়ারি ফোর্সও পুলিশের কাজে সহায়তা করছে। ঈদ উপলক্ষে বিপণিবিতান, বাস ও লঞ্চ টার্মিনাল ও ট্রেন স্টেশনে কেউ যাতে নাশকতা করতে না পারে, সে জন্য ডিবির নজরদারি আগের তুলনায় অনেক বাড়ানো হয়েছে। তারপরও কেউ যদি এমন কিছুর শিকার হন বা দেখেন, তাহলে ৯৯৯ নম্বরে ফোন করবেন।

আসন্ন উৎসবকে ঘিরে অনলাইনে যাতে কোনো গুজব না ছড়ায়, সেদিকে লক্ষ রেখে ডিবির সাইবার টিম কাজ করছে জানিয়ে তিনি বলেন, আমি মনে করি পুলিশ সদস্যদের মনোবল আগের যেকোনো পরিস্থিতির তুলনায় উন্নত এবং শক্তিশালী।
ঈদ-পরবর্তী সময়েও নিরাপত্তা নিশ্চিতে বিশেষ অভিযান চালানো হবে।

এ সময় বাজারে ছড়িয়ে পড়া জাল নোটের বিষয়েও কথা বলেন তিনি।

রেজাউল করিম বলেন, জাল টাকা তৈরি ও সরবরাহ রোধে ডিবি সতর্ক রয়েছে। এরই মধ্যে অনেকেই গ্রেপ্তার হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ